Duare Sarkar: ফের শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প। আগামী ১ সেপ্টেম্বর থেকে একমাস চলবে ক্যাম্প। মঙ্গলবার দুয়ারে সরকার প্রকল্প নিয়ে বিভিন্ন জেলাগুলির সঙ্গে ভার্চুয়াল বৈঠক হয় রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর। তিনি একাধিক নির্দেশ দেন বলে জানা যায়। এবারের দুয়ারে সরকারে আরও ২ অতিরিক্ত সুবিধা মিলতে চলেছে। ক্যাম্পে যদি ভিড় বাড়ে তবে অতিরিক্ত ক্যাম্প খুলতে হবে।
যাদের আধার লিঙ্ক করা হয়নি তারা করতে পারবেন। পরিযায়ী শ্রমিকদের রেজিস্ট্রেশন এ বারে দুয়ারে সরকার ক্যাম্প থেকে হবে। জেলাশাসকদের এই প্রকল্পের দিকে বিশেষভাবে নজর দেওয়ার কথাও জানানো হয়।
১ সেপ্টেম্বর থেকে এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প চালু হচ্ছে। চলবে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত। রবিবার ও ছুটির দিনে ক্যাম্প বন্ধ থাকবে। যাবতীয় যা সমস্যা তা সমাধান হবে ১৮ সেপ্টেম্বর থেকে। ৩০ সেপ্টেম্বরের মধ্যেই সমাধান করা হবে।
কী কী সুবিধা মিলবে এই ক্যাম্প (Duare Sarkar Camp) থেকে?
আগে ৩৩টি পরিষেবা পাওয়া যেত এই ক্যাম্প থেকে। এখন আরও ২টি পরিষেবা বাড়িয়ে ৩৫টি করা হয়েছে। বার্ধক্য ভাতা ও পরিযায়ী শ্রমিকদের নাম রেজিস্টারের মতো দুটি অতিরিক্ত পরিষেবা মিলবে। স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী, ঐক্যশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, স্টুডেন্টস ক্রেডিট কার্ড, আধার কার্ড সংক্রান্ত যাবতীয় কাজের সুবিধা এখান থেকে পাওয়া যেত, এবারও থাকছে। আরও দুটি পরিষেবা যুক্ত হওয়ায় আরও বেশি সংখ্যক মানুষ উপকৃত হতে চলেছেন। বার্ধক্য ভাতা এবং পরিযায়ী শ্রমিকদের রেজিস্ট্রেশন এবার এতে অন্তর্ভুক্ত হয়েছে।