scorecardresearch
 

Duare Sarkar Camp : এবার বুথে বুথে 'দুয়ারে সরকার', লক্ষ্য পঞ্চায়েত ভোট?

আগামী ১ এপ্রিল থেকে ফের চালু হতে চলেছে দুয়ারে সরকার। সেই কর্মসূচি রাজ্যজুড়ে নির্বিঘ্নে পরিচালিত হচ্ছে নাকি সেই বিষয়েও নজর রাখবে টাস্ক ফোর্স। পাশাপাশি পরিষেবা যাতে নির্দিষ্ট সময়ের মধ্যেই মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, সেই বিষয়েও নজর দেওয়া হবে। এবার মোট ৩২ পরিষেবা নিয়ে আয়োজিত হচ্ছে দুয়ারে সরকার।

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • শুরু হচ্ছে দুয়ারে সরকার
  • এবার আয়োজিত হবে বুথ স্তরে
  • সিদ্ধান্ত নবান্নের

সামনেই পঞ্চায়েত নির্বাচন (West Bengal Panchayat Election 2023)। আর সেই কারণেই হয়ত দুয়ারে সরকার নিয়ে এবার নয়া উদ্যোগ রাজ্যের। ভোটের আগে গ্রামগঞ্জের মানুষের কাছে জনকল্যাণমুখী পরিষেবা আরও বেশি করে পৌঁছে দিতে তৎপর রাজ্য। তারই প্রক্রিয়া স্বরূপ এবার দুয়ারে সরকারের (Duare Sarkar Camp List 2023) শিবির বুথ স্তরে করতে চাইছে নবান্ন। সোমবার জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের সময় এই সংক্রান্ত নির্দেশও দিয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। জেলাশাসকদের দুয়ারে সরকার নিয়ে সাংবাদিক বৈঠকও করতে বলা হয়েছে। সেখানে তুলে ধরতে হবে দুয়ারে সরকার শিবিরে ঠিক কত মানুষ অংশ নিলেন বা কোন ধরনের সরকারি পরিষেবার প্রতি আমজনতার আগ্রহ বেশি, ইত্যাদি বিষয়। 

এদিন দুয়ারে সরকার শিবিরের পরিষেবার তালিকায় বিধবা ভাতাও অর্ন্তভুক্ত করেছে রাজ্য সরকার। বেশ কিছুদিন ধরে নতুন করে বিধবা ভাতার আবেদন জমা নেওয়া হচ্ছিল না। বিষয়টি জন প্রতিনিধিরা সরকারের নজরে আনেন। তাই পঞ্চায়েত ভোটের আগে এই ধরনের আবেদন গ্রহণ করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এছাড়াও রাজ্য সরকার বিভিন্ন সরকারি দফতরের নোডাল অফিসারদের নিয়ে রাজ্যস্তরে একটি টাস্ক ফোর্সও গঠন করেছে বলে জানা যাচ্ছে। সেখানে দুয়ারে সরকারে আসা আবেদনগুলির দ্রুত নিষ্পত্তি করা হবে। নবান্ন সূত্রে খবর, ওই টাস্ক ফোর্সে রয়েছেন মোট ২২ জন সদস্য। 

আগামী ১ এপ্রিল থেকে ফের চালু হতে চলেছে দুয়ারে সরকার। সেই কর্মসূচি রাজ্যজুড়ে নির্বিঘ্নে পরিচালিত হচ্ছে নাকি সেই বিষয়েও নজর রাখবে টাস্ক ফোর্স। পাশাপাশি পরিষেবা যাতে নির্দিষ্ট সময়ের মধ্যেই মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, সেই বিষয়েও নজর দেওয়া হবে। এবার মোট ৩২ পরিষেবা নিয়ে আয়োজিত হচ্ছে দুয়ারে সরকার। ক্যাম্প চলবে ১ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত। এরপর ১১ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত চলবে পরিষেবা প্রদান। ইতিমধ্যেই তা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েও দিয়েছে নবান্ন।  লক্ষীর ভান্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, বিদ্যুতের নতুন সংযোগ,আধার লিঙ্ক-সহ একাধিক পরিষেবার সুযোগ এবার দুয়ারে সরকারের ক্যাম্প থেকে মিলবে। এখন দেখার পঞ্চায়েত নির্বাচনের আগের বাস্তবেই কত মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিতে পারে রাজ্য সরকার। 

Advertisement

আরও পড়ুন - 'বিরোধীদের উত্তর দিতে পারছি না', তৃণমূলকে নিয়ে ক্ষুব্ধ অর্জুন?

 

Advertisement