Durga Puja Theme Malaysia Twin Tower: বুর্জ খলিফার পর মালেশিয়ার বিশাল টুইন টাওয়ার, কোথায় হচ্ছে এই পুজোমণ্ডপ

Malaysia Twin Tower in Kalyani: এবার পুজোয় সুদূর মালেশিয়ার (Malaysia) কোয়ালা লামপুরের টুইন টাওয়ার দেখার সুযোগ মিলবে বাংলায় বসে। নদিয়ার কল্যাণীর আইটিআই মোড়ের লুমিনাস ক্লাব ও ব্যবসায়ী সমিতির পুজো তাক লাগাতে চলেছে বঙ্গবাসীকে। গতবছর পুজোয় কলকাতা কাঁপিয়েছিল শ্রীভূমির বুর্জ খলিফা।

Advertisement
বুর্জ খলিফার পর মালেশিয়ার বিশাল টুইন টাওয়ার, কোথায়?মালেশিয়ার কোয়ালা লামপুরের ট্যুইন টাওয়ারের থিম কল্যাণীতে
হাইলাইটস
  • এবার পুজোয় সুদূর মালেশিয়ার (Malaysia) কোয়ালা লামপুরের টুইন টাওয়ার দেখার সুযোগ মিলবে বাংলায় বসে
  • নদিয়ার কল্যাণীর আইটিআই মোড়ের লুমিনাস ক্লাব ও ব্যবসায়ী সমিতির পুজো তাক লাগাতে চলেছে বঙ্গবাসীকে

Malaysia Twin Tower in Kalyani: এবার পুজোয় সুদূর মালেশিয়ার (Malaysia) কোয়ালা লামপুরের টুইন টাওয়ার (twin tower) দেখার সুযোগ মিলবে বাংলায় বসে। নদিয়ার কল্যাণীর (Kalyani) আইটিআই মোড়ের লুমিনাস ক্লাব ও ব্যবসায়ী সমিতির পুজো তাক লাগাতে চলেছে বঙ্গবাসীকে। গতবছর পুজোয় কলকাতা কাঁপিয়েছিল শ্রীভূমির বুর্জ খলিফা। করোনাকে তোয়াক্কা না করেই বাঁধ ভাঙা ভিড় দেখা যায় এই পুজোয়। ভিড় এড়াতে পরে বন্ধ করে দেওয়া হয়  শ্রীভূমি স্পোর্টিংয়ের পুজো। এবার চোখ ধাঁধাঁনো থিম আনছে লুমিনাস ক্লাব। ইতিমধ্যে এই পুজো নিয়ে বাড়ছে উন্মাদনা।

পুজোয় বাঁশ বেঁধে মণ্ডপের সামনে কাচ লাগানোর কাজ চলছে। ইতিমধ্যে লেগে গিয়েছে আলোও। গত চার মাস ধরে চলছে প্যান্ডেল তৈরির কাজ। প্লাইউডে কাচ লাগিয়ে হচ্ছে মণ্ডপসজ্জা। মণ্ডপের কাঠামো তৈরি হয়েছে বাঁশ ও কাঠ দিয়ে। কাঁথি থেকে আনা হচ্ছে দুর্গা প্রতিমা। দেবীর অলঙ্কারও সাজছে কাচে। আলো-আর কাচের ব্যবহারে তাক লাগাবে এই পুজো।

 

এই মণ্ডপের উচ্চতা প্রায় ১৫২ ফুট উঁচু এবং ১৩২ ফুট চওড়া। ৬০ জন মিলে তৈরি করেছে এই মণ্ডপ। চতুর্থীতে পুজো মণ্ডপের উদ্বোধন হবে।।ইতিমধ্যে কল্যাণীর এই পুজো ঘিরে উত্তেজনা তুঙ্গে। উদ্যোক্তারাও আশাবাদী, এই মণ্ডপকে কেন্দ্র করে দর্শকের উপচে পড়া ভিড় দেখা যাবে। পাশাপাশি, দর্শনার্থীদের ভিড়কে কেন্দ্র করে আশেপাশে ব্যবসায়ীদের ব্যবসাও পুজোর এই চারটে দিন চাঙ্গা হবে। 

গত দু'বছর করোনার কারণে কার্যত গৃহবন্দি ছিল অনেক মানুষই। এবার করোনা বিদায়ের সঙ্গে সঙ্গে মাস্কহীন পুজো কাটাবে রাজ্যবাসী। ফের তাদের প্রিয় উৎসবে মাতবে বাঙালি। 

POST A COMMENT
Advertisement