Durga Puja: মোদীর সঙ্গে কেন 'বিশ্বাসঘাতকতা'? ট্রাম্পের মুখের আদলে অসুর VIRAL

ডোনাল্ড ট্রাম্পের আদলে মহিষাসুর গড়ে চমক দিল এক পুজো কমিটি। মার্কিন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, অথচ মোদী তাঁকেই বন্ধু ভেবেছিলেন। ফলে বর্তমানে ট্রাম্পকে অসুর রূপেই দেখা হচ্ছে, মন্তব্য পুজো উদ্যোক্তাদের।

Advertisement
মোদীর সঙ্গে কেন 'বিশ্বাসঘাতকতা'? ট্রাম্পের মুখের আদলে অসুর VIRALট্রাম্প রূপী অসুর
হাইলাইটস
  • মহিষাসুর তৈরি হল ট্রাম্পের আদলে
  • ব্লন্ড চুল, গায়ের রং ধবধবে সাদা
  • কেন এমন অভিনব অসুর তৈরি হল?

এবারের পুজোয় বিশেষ আকর্ষণ, ডোনাল্ড ট্রাম্প রূপী মহিষাসুর। ব্লন্ড চুল, ফর্সা গায়ের রঙের এই মহিষাসুরের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সকলেরই প্রশ্ন ট্রাম্প অসুরকে কোন প্যান্ডেলে গেলে দেখতে পাওয়া যাবে? 

কোথায় তৈরি করা হয়েছে ট্রাম্প অসুর?
মুর্শিদাবাদের খাগড়া শ্মশানঘাট দুর্গাপুজো কমিটি এনেছে এই বিরাট চমক। ৫৯ তম বছরের দুর্গাপুজোয় অভিনব অসুর গড়ে শিরোনামে চলে এসেছে এই কমিটি। ডোনাল্ড ট্রাম্পের আদলে এই পুজো কমিটির মহিষাসুরের মূর্তি তৈরি করেছেন শিল্পী অসীম পাল। শয়ে শয়ে দর্শনার্থী এই অসুর দেখতে জড়ো হচ্ছে মুর্শিদাবাদের এই পুজোয়।

পুজো কমিটির উদ্যোক্তারা বলছেন, বিশ্বাসঘাতকতা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই তাঁকে মহিষাসুরের রূপ দেওয়া হয়েছে। উদ্যোক্তাদের বক্তব্য, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পকে বন্ধু এবং বৈদেশিক নীতিতে যোগ্য পার্টনার বলেই মনে করেছেন। অথচ ট্রাম্পের কাজকর্ম ভারতে নেতিবাচক প্রভাব ফেলছে। সেই থেকে তাঁর প্রতি বিরূপ মনোভাবই মহিষাসুরের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে।' তাঁরা আরও জানাচ্ছেন, বিশ্বব্যাপী রাজনীতির সঙ্গেই স্থানীয় শিল্প এবং সংস্কৃতিকে মেলানো হয়েছে এই পুজোয়। 

এই পুজো কমিটির সদস্য প্রতীক বলেন, 'আমাদের উপর তিনি ৫০% শুল্ক চাপিয়েছেন। মোদী ট্রাম্পকে বন্ধু মনে করেছিলেন। সেই ট্রাম্প ভারত এবং মোদীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তাই ওর মতো অসুর তৈরি করেছি আমাদের পুজোয়। আমরা খুব ভাল সাড়া পাচ্ছি। ট্রাম্পকে এখন মানুষ অসুর রূপেই দেখছে। পিছন থেকে ছুরি মেরেছেন তিনি ভারতকে।'

তবে এটাই প্রথম নয়। এর আগেই ডোনাল্ড ট্রাম্পের মূর্তি গড়া হয়েছে এই ভারতেই। ২০১৮ সালে তেলঙ্গানার এক চাষী ট্রাম্পের মূর্তি তৈরি করে একটি মন্দির বানিয়েছিলেন। ৬ ফুটের স্ট্যাচু তৈরি করা হয়েছিল মার্কিন প্রেসিডেন্টের। নিয়মিত পুজোও দিতেন ওই চাষী। বুসা কৃষ্ণা নামে ওই চাষী মনে করতেন, ট্রাম্পের পুজো করলে তাঁর জীবনে এবং সংসারে আর্থিক উন্নতি হবে, সমৃদ্ধ হবে তাঁর জীবন। দুই দেশের মধ্যে পারস্পারিক বোঝাপড়া বজায় থাকবে বলেও মনে করতেন ট্রাম্পের ওই অনুগামী। ২০২০ সালে যদিও বুসা কৃষ্ণার মৃত্যু হয়। এখনও তেলঙ্গানার সেই গ্রামে রয়ে গিয়েছে ট্রাম্পের সেই মন্দির। 

Advertisement

 

 

POST A COMMENT
Advertisement