দুর্গাপুজোর চতুর্থীতে সকাল থেকেই উৎসবের আমেজে মেতে উঠেছে শহর ও মফস্বল। তবে আনন্দে ভাঁটা ফেলতে পারে আবহাওয়ার খামখেয়ালিপনা। হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হবে। কলকাতাতেও বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে এদিন ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। রবিবার পর্যন্ত চলবে এই দুর্যোগ। মৎস্যজীবীদের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে, সমুদ্র উত্তাল থাকায় রবিবার পর্যন্ত তাদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
উত্তরবঙ্গেও মিলবে নিম্নচাপের প্রভাব। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বিশেষত জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহেও সোমবার পর্যন্ত ঝড়বৃষ্টি চলবে।
হাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপটি শনিবার দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। ফলে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে প্রভাব পড়লেও কলকাতায় অতিবৃষ্টির আশঙ্কা তুলনায় কম।
শুক্রবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.২ ডিগ্রি বেশি। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ০.৬ ডিগ্রি বেশি।