আসানসোল ও দুর্গাপুরে বন্যা পরিস্থিতির আশঙ্কা। গত কয়েকদিন লাগাতার বৃষ্টি হয়েছে। আর তার জেরে শুক্রবার বিভিন্ন বাঁধ থেকে প্রচুর পরিমাণে জল ছেড়েছে DVC(দামোদর ভ্যালি কর্পোরেশন)। ডিভিসি সূত্রে খবর, মাইথন ড্যাম থেকে ৩২,৫০০ কিউসেক ও পাঞ্চেত ড্যাম থেকে প্রায় ৩৭,৫০০ কিউসেক জল ছাড়া হয়েছে। অন্যদিকে, দুর্গাপুর ব্যারাজ থেকেও জলের ছাড়ার পরিমাণ বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার ৬৯,৪২৫ কিউসেক জল ছাড়া হয়েছিল। এরপর শুক্রবার ৭৩,৬৭৫ কিউসেক জল ছাড়া হয়।
ইতিমধ্যেই নিচু এলাকাগুলিতে এই অতিরিক্ত জলছাড়ার প্রভাব দেখা দিয়েছে। একাধিক এলাকায় জল জমতে শুরু করেছে। একাধিক গ্রাম আংশিকভাবে ডুবে গিয়েছে। প্রশাসনের আশঙ্কা, এভাবে জলছাড়া চলতে থাকলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। যদিও পুরোটাই নির্ভর করছে বৃষ্টির উপর। আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে।
ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী
এদিকে এই জলছাড়া নিয়ে ফের ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, উৎসবের সময় ডিভিসি অযথাই অতিরিক্ত জল ছেড়ে দিয়েছে। এর ফলে বহু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। মুখ্যমন্ত্রীর কথায়, 'মানুষের দুর্ভোগের সময়েও কেন্দ্রীয় সংস্থা হিসেবে ডিভিসি কোনও দায়িত্ব নিচ্ছে না।'
তবে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের বিরোধিতা করে পাল্টা তীব্র আক্রমণ করেছেন বিজেপি নেতা অমিত মালব্য। এক্স (Twitter) পোস্টে তিনি লেখেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় একজন ‘pathological liar’। বন্যার আগাম সতর্কতা সত্ত্বেও নিজের দায়িত্ব এড়াতে ডিভিসির উপর দোষ চাপাচ্ছেন।'
অমিত মালব্যর পোস্ট:
West Bengal Chief Minister Mamata Banerjee is a pathological liar. Anticipating floods in the lower Damodar basin, particularly in Hooghly and Howrah, she has proactively shrugged off all responsibility of her government and started blaming the Damodar Valley Corporation (DVC).… https://t.co/jdTLCCQSnt pic.twitter.com/Yg6UNC9Gdf
— Amit Malviya (@amitmalviya) October 4, 2025
অমিত মালব্যর বক্তব্য, ডিভিসির রিপোর্টের চতুর্থ অনুচ্ছেদেই স্পষ্ট উল্লেখ আছে যে পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধি ‘Damodar Valley Reservoir Regulation Committee’ (DVRRC) র সদস্য হিসাবে থাকেন। তাঁর দাবি, এতেই প্রমাণ হয় যে, ডিভিসি কখনই রাজ্য সরকারকে না জানিয়ে জল ছাড়েনি। এমনকি, রাজ্য সেচ দফতরের মুখ্য ইঞ্জিনিয়ারও এই কমিটির সদস্য বলে জানান অমিত মালব্য।
তাঁর আরও দাবি, ১৯৬৪ সালে দুর্গাপুর ব্যারাজের দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের হাতে তুলে দেওয়া হয়েছিল। তারপর থেকে রাজ্যের বিভিন্ন সরকার সেই ব্যারাজের রক্ষণাবেক্ষণে গাফিলতি করেছে।
বিজেপি নেতার অভিযোগ, 'ডিভিসি না থাকলে পশ্চিমবঙ্গ জলের তলায় চলে যেত। তাই ডিভিসিকে দোষারোপ করে লাভ নেই। বরং রাজ্য সরকারকে নিজের দায়িত্ব পালন করতে হবে।'
আপাতত পশ্চিমবঙ্গের একাধিক জেলা যেমন বর্ধমান, হুগলি, হাওড়া ও পুরুলিয়ায় প্রশাসনের তরফে সতর্কতা গ্রহণ করা হয়েছে। জেলাগুলিতে ইতিমধ্যেই কন্ট্রোল রুম খোলা হয়েছে। স্থানীয়দের নিচু এলাকা থেকে অনত্র যাওয়ার সুপারিশ করছে প্রশাসন।