একনাগাড়ে কয়েক দিনের বৃষ্টি আর তার পরপরই ডিভিসির জল ছাড়ার জেরে পুজোর মুখে ফের বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের একাংশে। প্লাবিত পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, হুগলির খানাকুল, হাওড়া, বীরভূমের কিছু এলাকা। এই পরিস্থিতিতে আরও জল ছাড়ল ডিভিসি। গতরাতে পাঞ্চেত-মাইথন থেকে ৫০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। ডিভিসি-র ওয়েবসাইট সূত্রে এই তথ্য জানা গিয়েছে।
প্লাবন পরিস্থিতিতে চরম দুর্ভোগে পাঁশকুড়া, খানাকুল, হাওড়ার উদয়নারায়ণপুর-সহ বেশ কিছু এলাকার বাসিন্দারা। গত ২ দিন বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বন্যা পরিস্থিতির জন্য ডিভিসির বিরুদ্ধেই ফের সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। 'ম্যান মেড বন্যা' বলে ফের অভিযোগ করেছেন মমতা। বৃহস্পতিবার মমতা হুঁশিয়ারির সুরে বলেছেন যে, ডিভিসির সঙ্গে সব সম্পর্ক তিনি ছিন্ন করবেন।
গতকাল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় গিয়ে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখে ক্ষোভপ্রকাশ করেন মমতা। বলেন, 'ডিভিসি-র জলধারণ ক্ষমতা এখন মাত্র ৩৬ শতাংশ এসেছে। ডিভিসি-র জলে কেন বাংলা ডুববে? আমরা কৈফিয়ত চাই। ফরাক্কা ড্রেজিং করে না, বাংলা ডোবে, বিহার ডোবে। আর ডিভিসি ড্রেজিং করে না, বাংলা ডোবে। ঝাড়খণ্ডকে বাঁচানোর জন্য জল ছাড়া হয়। ডিভিসি-র সঙ্গে আর সম্পর্ক রাখব কিনা, ভেবে দেখব।' তারপরেই মমতা জানান যে, ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন। মুখ্যমন্ত্রী আরও বলেছেন, 'ডিভিসি কেন্দ্রীয় সরকারের সংস্থা। ৪ লক্ষ কিউসেক জল ছেড়েছে। যা কোনও দিন হয়নি। আমরা ৫ লক্ষ পুকুর কেটেছি, কপালেশ্বর কেলেঘাট প্রকল্পের মাধ্যমে অনেক এলাকাকে রক্ষা করেছি, ঘাটাল মাস্টারপ্ল্যান, যেটা পড়ে রয়েছে ১০ বছর ধরে, সেটাও আমরা বিপিআর তৈরি করছি। আগামী ২ বছরের মধ্যে করে দেব। কিন্তু তা সত্ত্বেও যদি এই রেটে জল ছাড়ে, তাহলে সমস্যা। আজ যে জায়গায় জল ঢুকেছে সেগুলি সকালেও শুকনো ছিল। এত বার বলার পরেও জল ছাড়া বন্ধ করছে না ডিভিসি।'
অন্য দিকে, হাওয়া অফিস জানিয়েছে, ২৩ সেপ্টেম্বর উত্তর-পশ্চিম এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। যার প্রভাবে বৃষ্টি হবে দক্ষিণের জেলাগুলিতে। ফের বৃষ্টি হলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।