Bardhaman TMC: 'বিজেপি নেতাদের বেঁধে পেটাব', ফের বেফাঁস মন্তব্য পূর্ব বর্ধমানের তৃণমূল নেতার

Burdwan TMC: ফের বেলাগাম তৃণমূল নেতা বামদেব মণ্ডল। এবার বিজেপি নেতাদের বেঁধে পেটানোর নিদান দিলেন পূর্ব বর্ধমানের রায়নার ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। শুক্রবার রায়নার শ্যাসুন্দর বাজারে ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়।

Advertisement
'বিজেপি নেতাদের বেঁধে পেটাব', ফের বেফাঁস মন্তব্য পূর্ব বর্ধমানের তৃণমূল নেতার তৃণমূল নেতা বামদেব মণ্ডল
হাইলাইটস
  • সেখানেই SIR-নিয়ে বিজেপিকে নিশানা করেন ব্লক সভাপতি বামদেব মণ্ডল।

ফের বেলাগাম তৃণমূল নেতা বামদেব মণ্ডল। এবার বিজেপি নেতাদের বেঁধে পেটানোর নিদান দিলেন পূর্ব বর্ধমানের রায়নার ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। শুক্রবার রায়নার শ্যাসুন্দর বাজারে ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়। সেখানেই SIR-নিয়ে বিজেপিকে নিশানা করেন ব্লক সভাপতি বামদেব মণ্ডল। 

সেই অনুষ্ঠান থেকে বিজেপিকে লক্ষ্য করে তৃণমূল ব্লক সভাপতি বলেন, 'রায়নায় যদি কেউ সাম্প্রদায়িকতার বিষ ছড়ানোর চেষ্টা করে, 'SIR'-এর নাম করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে অনুপ্রবেশকারী সাজানোর চেষ্টা করে, তা হলে বিজেপি নেতাদের বাঁধব, পেটাব, পিটিয়ে আধমরা করে দেব। পুলিশ তুলে নিয়ে গেলে যাবে। আগেও এ কথা বলেছি, আজও বলছি।' এই ভাষাতেই বিজেপি কর্মীদের আক্রমণ করেন তৃণমূল নেতা। তবে এই প্রথমবার নয়। এর আগেও বামদেব মণ্ডলের মন্তব্য বিতর্কের সৃষ্টি করেছিল। সে বারও পদ্ম-শিবিরের নেতা-কর্মীদের পিটিয়ে ঠান্ডা করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। 

শনিবার রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের বিধানসভা কেন্দ্রে মধুপুর কমিউনিটি হলে আয়োজিত হয় বিজয়া সম্মিলনী। উপস্থিত ছিল বর্ধমান পূর্বের সাংসদ শর্মিলা সরকার, দলের জেলা যুব সভাপতি রাসবিহারী সরকার। ব্লকের বেশ কিছু প্রবীণ কর্মীকে সংবর্ধনা জানানো হয়। মঞ্চ থেকে মন্ত্রী এবং সাংসদ একযোগে আক্রমণ করেন সিপিএম এবং বিজেপিকে। বামদেব মণ্ডল বলেন, বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, “বিজেপি বিভিন্ন জায়গায় একটা সম্প্রদায়কে আক্রমণ করে যাচ্ছে, কৌশলে অপমান করে যাচ্ছে। এখানে সেটা পারবে না, এখানে ভেদাভেদ নেই। তিনি এও বলেন, এই রায়নার মাটিতে বিজেপির কোনও অস্তিত্ব থাকবে না। সিপিএমকে যেমন করেছি, বিজেপিরও করব। 

উল্লেখ্য মাস খানেক আগেও ব্লক সভাপতি বামদেব মণ্ডল এইভাবেই হুঁশিয়ারি দিয়েছিলেন। এর আগেও  বিজেপি নেতা কর্মীদের মেরে হাত পা ভেঙে গাছে বেঁধে রাখার হুঁশিয়ারি দিয়েছিলেন পূর্ব বর্ধমানের রায়না ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বামদেব মণ্ডল। যা নিয়ে বিতর্ক দানা বাঁধে। বামদেব বলেছিলেন, এই জায়গায় বসে এই চক্রান্ত যদি করো, আর তা যদি আমাদের কানে আছে। আমাদের নজর আছে, সে বিজেপি করে কী  অন্য কোনও দল করে, আমি দেখব না, সে সমাজবিরোধী, সেটা হিসাবেই গণ্য হবে। তাঁকে গাছে বেঁধে রেখে দেওয়া হবে পুলিশে নিয়ে যাবে। পিটিয়ে ঠান্ডা করে দেবো। এই বিষয়ে বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র তৃণমূল নেতাকে কটাক্ষ করে বলেন, আপনার সঙ্গেই আপনার দলের লোক নেই। আপনি তো স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে সভা ভরাচ্ছেন।

Advertisement

রিপোর্টারঃ সুজাতা মেহেরা

POST A COMMENT
Advertisement