Howrah Train Cancelled: টানা দু'দিন হাওড়া লাইনে প্রচুর লোকাল ট্রেন বাতিল, রইল পুরো তালিকা

হাওড়া-তারকেশ্বর-আরামবাগ শাখায় একাধিক ট্রেন বাতিল। ব্রিজ মেরামত-রক্ষণাবেক্ষণের কাজ হবে। আর সেই কারণে বাধ্য হয়েই ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করতে হবে রেলকে। এমনটাই জানানো হয়েছে ইস্টার্ন রেলওয়ের প্রকাশিত বিজ্ঞপ্তিতে। 

Advertisement
টানা দু'দিন হাওড়া লাইনে প্রচুর লোকাল ট্রেন বাতিল, রইল পুরো তালিকা

হাওড়া-তারকেশ্বর-আরামবাগ শাখায় একাধিক ট্রেন বাতিল। ব্রিজ মেরামত-রক্ষণাবেক্ষণের কাজ হবে। আর সেই কারণে বাধ্য হয়েই ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করতে হবে রেলকে। এমনটাই জানানো হয়েছে ইস্টার্ন রেলওয়ের প্রকাশিত বিজ্ঞপ্তিতে। 

মধ্যে ফের আরামবাগ সেকশনে কাজের জন্য ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। নিত্যযাত্রীদের সমস্যার কথা মাথায় রেখে শনি ও রবিবার বেছে নেওয়া হয়েছে। রেল আধিকারিকরা বলছেন, সপ্তাহের অন্য দিনের তুলনায় এই দুই দিন যাত্রী সংখ্যা তুলনামূলকভাবে কম থাকে। সেই কারণেই এই ২ দিনের মধ্যে কাজ করার সিদ্ধান্ত। ব্রিজ রক্ষণাবেক্ষণের কাজ না করলেই নয়। আর তার জন্য কিছু ট্রেন চলাচল বন্ধ করা ছাড়া উপায়ও নেই। 

যদিও বারবার রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কারণে ট্রেন বন্ধ হওয়া নিয়ে মোটেও খুশি নন নিত্যযাত্রীরা। এর আগে বেনারস রোডের উপর নতুন সেতু তৈরির কাজ চলছিল হাওড়া ও লিলুয়ার মাঝে। তার জন্য প্রায় দীর্ঘ এক মাস হাওড়া লাইনে ট্রেন চলাচল বিঘ্নিত হয়। তার রেশ কাটতে না কাটতেই ফের ট্রেন চলাচল নিয়ন্ত্রণের খবরে কিছুটা হতাশ নিত্যযাত্রীরা।
Mumbai local trains get upgrade 2025: New design and all you need to know

হাওড়া ডিভিশনের দিয়ারা-নাসিবপুর ও নাসিবপুর-সিঙ্গুর স্টেশনের মধ্যে ব্রিজ নম্বর ১৬ ও ২১-এর মেরামতের কাজের জন্য কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। আসুন এক নজরে কোনদিন কোন ট্রেন বাতিল করা হয়েছে জেনে নেওয়া যাক,

১৫ ফেব্রুয়ারি ২০২৫ (শনিবার) বাতিল ট্রেন:

  • হাওড়া থেকে তারকেশ্বর: 37349, 37351
  • তারকেশ্বর থেকে হাওড়া: 37354

১৬ ফেব্রুয়ারি ২০২৫ (রবিবার) বাতিল ট্রেন:

ডাউন (DN) ট্রেন:

  • তারকেশ্বর থেকে হাওড়া: 37312, 37314, 37316, 37318, 37320, 37356, 37322, 37328
  • তারকেশ্বর থেকে শেওড়াফুলি: 37412, 37416
  • গঘাট থেকে হাওড়া: 37372
  • গঘাট থেকে তারকেশ্বর: 37390
  • আরামবাগ থেকে হাওড়া: 37360
  • হরিপাল থেকে হাওড়া: 37308

আপ (UP) ট্রেন:

  • হাওড়া থেকে গঘাট: 37371, 37373
  • হাওড়া থেকে তারকেশ্বর: 37309, 37353, 37311, 37313, 37315, 37317
  • শেওড়াফুলি থেকে তারকেশ্বর: 37411, 37415
  • হাওড়া থেকে আরামবাগ: 37359
  • হাওড়া থেকে হরিপাল: 37307

ফলে এই শনি ও রবিবার ট্রেনে যাতায়াতের পরিকল্পনা থাকলে অবশ্যই সময়সূচির সঙ্গে মিলিয়ে তবেই বের হন।

 

POST A COMMENT
Advertisement