scorecardresearch
 

RG Kar-ED: আরজি কর-দুর্নীতিতে কারা জড়িয়ে? সন্দীপ ঘোষের বাড়ি-সহ ৩ স্থানে ED

শুক্রবার সকালেই সন্দীপ ঘোষের বাড়ি-সহ তিন স্থানে পৌঁছে গেলেন ইডি আধিকারিকরা। সূত্রের খবর, আরজি কর দুর্নীতি-অভিযোগের তদন্তে নেমেছেন তাঁরা। ইতিমধ্যেই হাওড়া, সোনারপুর ও হুগলিতে পৌঁছে গিয়েছে ইডি টিম।

Advertisement
সন্দীপ ঘোষের বাড়ি-সহ ৩ জায়গায় তল্লাশি অভিযান ইডি-র। সন্দীপ ঘোষের বাড়ি-সহ ৩ জায়গায় তল্লাশি অভিযান ইডি-র।
হাইলাইটস
  • শুক্রবার সকালেই সন্দীপ ঘোষের বাড়ি-সহ তিন স্থানে পৌঁছে গেলেন ইডি আধিকারিকরা।
  • সূত্রের খবর, আরজি কর দুর্নীতি-অভিযোগের তদন্তে নেমেছেন তাঁরা।
  • ইতিমধ্যেই হাওড়া, সোনারপুর ও হুগলিতে পৌঁছে গিয়েছে ইডি টিম।

শুক্রবার সকালেই সন্দীপ ঘোষের বাড়ি-সহ তিন স্থানে পৌঁছে গেলেন ইডি আধিকারিকরা। সূত্রের খবর, আরজি কর দুর্নীতি-অভিযোগের তদন্তে নেমেছেন তাঁরা। ইতিমধ্যেই হাওড়া, সোনারপুর ও হুগলিতে পৌঁছে গিয়েছে ইডি টিম। হুগলির যে জায়গায় ইডি টিম পৌঁছেছে, সেখানে আরজি কর-এর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ আত্মীয়ের বাড়ি রয়েছে।

সূত্রের খবর, এদিন সকালে ইডি আধিকারিকরা আজ সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে তল্লাশি অভিযানে এসেছিলেন। তবে বাড়ির সদর দরজায় তালা থাকায় তাঁরা প্রবেশ করতে পারেননি। ফলে তাঁদের নোটিশ দিয়ে অথবা আদালতের অনুমতি নিয়ে বাড়িতে প্রবেশ করতে হবে।

আরজি করের দুর্নীতির কেসে ইডি স্বতঃপ্রণোদিতভাবে তদন্ত শুরু করেছে। কারা-কারা এই 'চক্রে'র সঙ্গে জড়িত, তাই নিয়ে তদন্ত করতে পারে ইডি। সন্দীপ ঘোষই নয়, বাকি অভিযুক্তদের বাড়ির সামনেও পৌঁছে গিয়েছে ইডি আধিকারিকরা। 

সাঁকরাইলে বিপ্লব সিংয়ের বাড়ির সামনেও এদিন পৌঁছে যান ইডি আধিকারিকরা। শুধু তাই নয়, বিপ্লব সিংয়ের ঘনিষ্ঠদের বাড়িতেও পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা। ঠিকাদার এবং মা তারা ট্রেডার্সের মালিক বিপ্লব সিংয়ের বাড়িতে তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা।

Advertisement