Jiban Krishna Saha: মোবাইল পুকুরে ফেলে দিয়েছিলেন, সেই TMC MLA জীবনকৃষ্ণের বাড়িতে এবার ED

সে বার হানা দিয়েছিল CBI। ধরা পড়ার ভয়ে নিজের দু'টি মোবাইল পুকুরে ছুড়ে ফেলে দিয়েছিলেন জীবনকৃষ্ণ সাহা। তৃণমূলের সেই বিধায়কের বাড়িতে। এবার তল্লাশি অভিযানে ED। নিয়োগ দুর্নীতি মামলাতেই এই তল্লাশি বলে জানা গিয়েছে।

Advertisement
মোবাইল পুকুরে ফেলে দিয়েছিলেন, সেই TMC MLA জীবনকৃষ্ণের বাড়িতে এবার EDজীবনকৃষ্ণ সাহা
হাইলাইটস
  • জীবনকৃষ্ণ সাহার বাড়িতে এবার ED হানা
  • আগের বার তল্লাশির সময়ে মোবাইল ফেলে দিয়েছিলেন পুকুরে
  • SSC নিয়োগ দুর্নীতি মামলাতেই তল্লাশি

তথ্যপ্রমাণ লোপাট করতে তদন্ত চলাকালীন জলে ফেলে দিয়েছিলেন মোবাইল ফোন, তৃণমূলের সেই বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে ফের হানা দিল ED। SSC-র নবম ও দশম নিয়োগ দুর্নীতি মামলায় এই তল্লাশি চালানো হচ্ছে বলে খবর। সোমবার সকালে ED টিম পৌঁছে যায় মুর্শিদাবাদের বড়ঞার বিধায়কের আন্দি এলাকার বাড়িতে। জীবনকৃষ্ণ বাড়িতেই রয়েছেন বলে খবর।

জীবনকৃষ্ণ সাহা ছাড়াও মুর্শিদাবাদ ও বীরভূমে মোট ৪টি জায়গায় তল্লাশি চলছে। জীবনকৃষ্ণ সাহার পিসি তৃণমূল কাউন্সিলর মায়া সাহার বাড়িতেও ED টিম পৌঁছে গিয়েছে। সাঁইথিয়া পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর এই মায়া সাহা।

এর আগেও শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে তলব করেছিল ED। শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির তদন্তেই তৃণমূল বিধায়ককে তলব করা হয়। ২০২৩ সালের এপ্রিলে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে তল্লাশি চালিয়েছিল CBI। এই দুর্নীতিতে গ্রেফতার হওয়া মিডলম্যানদের সঙ্গে বিধায়কের যোগাযোগের অভিযোগ উঠেছিল। বড়ঞার আন্দি গ্রামে তাঁর বাড়িতে টানা ৭২ ঘণ্টা অভিযান চলাকালীন নিজের দুটি মোবাইল ফোন পুকুরে ফেলে দিয়েছিলেন তৃণমূল বিধায়ক। পরে বাড়ির পিছনদিকের পুকুর ছেঁচে একটি মোবাইল উদ্ধার করেন বিশেষজ্ঞ তদন্তকারীরা। 

তবে সে সময়ে টানা জেরার মুখে ভেঙে পড়েছিলেন তৃণমূল বিধায়ক। এরপরই গ্রেফতার করা হয় জীবনকৃষ্ণ সাহাকে। প্রায় এক বছর জেলবন্দি থাকার পর মুক্তি পান তিনি। বর্তমানে তিনি জামিনে মুক্ত। ১৩ মাস পর সুপ্রিম কোর্ট থেকে জামিন পান তিনি। 

সূত্রে খবর, কলকাতাতেও একাধিক জায়গায় তারা হানা দিয়েছে ED।  বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। ED-র সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। পুজোর আগে নিয়োগ দুর্নীতি মামলায় ফের সক্রিয় ED। 

 

 

POST A COMMENT
Advertisement