ED vs I-PAC Case: 'ভোটের সঙ্গে তল্লাশির কী সম্পর্ক?', হাইকোর্টে I-PAC শুনানির ১০ গুরুত্বপূর্ণ পয়েন্ট

আইপ্যাক বনাম ইডির মামলায় কলকাতা হাইকোর্টে শুনানি ছিল আজ। তল্লাশির সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নথি নিয়ে গিয়ে গুরুতর অপরাধ করেন বলে হাইকোর্টে সওয়াল করেন ইডির আইনজীবী। মমতা বন্দ্যোপাধ্যায়কে পার্টি করা না হলে এই মামলার কোনও যৌক্তিকতা থাকে না বলেও জানায় ইডি। আদালতে ইডির আরও অভিযোগ, যা যা ছিল সব মমতা বন্দ্যোপাধ্যায় সব নিয়ে পালিয়েছেন।

Advertisement
'ভোটের সঙ্গে তল্লাশির কী সম্পর্ক?', হাইকোর্টে I-PAC শুনানির ১০ গুরুত্বপূর্ণ পয়েন্টইডি ও আইপ্যাক মামলার শুনানি হাইকোর্টে

আইপ্যাক বনাম ইডির মামলায় কলকাতা হাইকোর্টে শুনানি ছিল আজ। তল্লাশির সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নথি নিয়ে গিয়ে গুরুতর অপরাধ করেন বলে হাইকোর্টে সওয়াল করেন ইডির আইনজীবী। মমতা বন্দ্যোপাধ্যায়কে পার্টি করা না হলে এই মামলার কোনও যৌক্তিকতা থাকে না বলেও জানায় ইডি। আদালতে ইডির আরও অভিযোগ, যা যা ছিল সব মমতা বন্দ্যোপাধ্যায় সব নিয়ে পালিয়েছেন। আদালতে আজকের শুনানিতে যে ১০ গুরুত্বপূর্ণ পয়েন্ট উঠে এল, দেখে নিন-

মমতা বন্দ্যোপাধ্যায়কে মামলায় যুক্ত করা হোক: ইডি
এদিন ইডির আইনজীবী দাবি করেন, তৃণমূলের করা মামলার কোনও গ্রহণযোগ্যতা নেই। যিনি হলফনামা দিয়েছেন, তিনি ঘটনাস্থলে ছিলেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই মামলায় যুক্ত করা উচিত। 

নথি নিয়ে পালিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়: ইডি
ইডি-র আইনজীবীর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে অনুপ্রবেশ করে নথি নিয়ে পালিয়েছেন। তাঁর এই কাজ বেআইনি ও অসাংবিধানিক। রাজ্যের প্রশাসনিক প্রধানকেও মামলার পার্টি করা হোক। তা না হলে, মামলার কোনও যৌক্তিকতা থাকে না।

তৃণমূলের উচিত তাঁরই বিরুদ্ধে মামলা করা: ইডি
ইডির আইনজীবী এও সওয়াল করেন, নির্বাচনের সঙ্গে তল্লাশি অভিযানের কোনও সম্পর্ক নেই। ইডি কোনও নথি বাজেয়াপ্ত করেনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নথি ছিনিয়ে নিয়ে যান। তৃণমূলের উচিত তাঁরই বিরুদ্ধে মামলা করা।

'I-PAC হানায় কিছুই বাজেয়াপ্ত নয়', জানাল ED, TMC-র মামলা নিষ্পত্তি করল হাইকোর্ট
 

ভোটের সঙ্গে কী সম্পর্ক?: ইডি
ইডির আইনজীবী বলেন, ‘‘তৃণমূলের মামলায় ভোটের কথা বলা হয়েছে। এখনও তো ভোটের দিনক্ষণই প্রকাশ হয়নি। তাহলে তো নির্বাচন কমিশনকেও মামলায় যুক্ত করতে হবে। মামলায় এসআইআরের কথা বলা হয়েছে। আইপ্যাক এসআইআর নিয়ে কাজ করছে। কোনও রাজনৈতিক দলের অফিসে তো যাওয়া হয়নি। তৃণমূলের মামলায় সব জায়গায় ভোটের কথা বলা হয়েছে। এর সঙ্গে ভোটের কী সম্পর্ক?’’

ইডির দাবি, ‘তৃণমূলের ঠিকানা হরিশ চ্যাটার্জি স্ট্রিট’
ইডির আইনজীবী বলেন, ‘‘কারও তথ্য অন্য কারও কাছ থেকে উদ্ধার হল। যার কাছ থেকে উদ্ধার হল, তার তো আদালতে আসা উচিত ছিল। তৃণমূলের ঠিকানা ৩০বি, হরিশ চ্যাটার্জি স্ট্রিট।’’

Advertisement

'ইডির আচরণ অনুপযুক্ত, গুন্ডামি', পাল্টা অভিযোগ তৃণমূলের
তৃণমূলের আইনজীবী পাল্টা জানান, কোনও নথি যে ইডি বাজেয়াপ্ত করেনি, এই বক্তব্য রেকর্ড করা দরকার। কেন ভোটের আগে এত তৎপরতা? মুখ্যমন্ত্রীকে নিয়ে আদালতে কিছু বলার আগে শিষ্টাচার মানা উচিত। 

'তথ্য সুরক্ষিত রাখা উচিত', তৃণমূলের আইনজীবী 
তৃণমূলের আইনজীবী এই মর্মে আবেদন করে যে তথ্য সুরক্ষিত রাখা উচিত। তারা আরও আবেদন করে মামলার নিষ্পত্তি করা হোক। তৃণমূল দাবি করে, তথ্য সুরক্ষিত রাখা হোক।

ইডি উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তল্লাশি চালায়: তৃণমূলের আইনজীবী 
তৃণমূলের আইনজীবীর অভিযোগ, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি উদ্দেশ্যপ্রণোদিত ভাবে প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালায় ভোটের তথ্য চুরি করতে।

অন্যদেরও সুযোগ দিতে হবে, ED-র আইনজীবীকে বলেন বিচারপতি 
ED-র আইনজীবীকে বিচারপতি বলেন, 'আপনি একই সাবমিশন বারবার করছেন। আপনার এবার থামা উচিত। অন্যদেরও সুযোগ দিতে হবে। আমরা ধারা ১৭ নিয়ে কাজ করছি না। জানি যে, মামলাটি সুপ্রিম কোর্টে গিয়েছে। বারবার মনে করানোর দরকার নেই।'

তৃণমূলের মামলার নিষ্পত্তি, ইডির মামলা মুলতুবি

এদিন উভয়পক্ষের বক্তব্য শোনেন বিচারপতি শুভ্রা ঘোষ। তৃণমূলের মামলার নিষ্পত্তি করে দেন তিনি। ইডি যেহেতু কিছু বাজেয়াপ্ত করেনি, তাই রাজ্যের শাসকদলের করা মামলা নিষ্পত্তি করে দেওয়া হয়েছে। অন্য দিকে, ইডি এ বিষয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছে। সেখানে এই মামলা বিচারাধীন। তাই ইডির মামলা মুলতুবি করা হল। 

POST A COMMENT
Advertisement