RG Kar School Notice: আরজি কর-প্রতিবাদে কেন পড়ুয়ারা? হাওড়ার ৩ স্কুলকে শোকজ শিক্ষা দফতরের

RG Kar School Notice: আরজি কর-ইস্যুতে মিছিল করায় হাওড়ার ৩ স্কুলকে নোটিশ ধরাল শিক্ষা দফতর। জেলা স্কুল পরিদর্শকের পাঠানো নোটিশে পড়াশোনার সময় শিক্ষক-পড়ুয়াদের বিরুদ্ধে মিছিল করার কারণ দেখাতে(শো-কজ) বলা হয়েছে। শিক্ষা দফতরের অভিযোগ, 'এই ধরণের কর্মকাণ্ডে পড়ুয়ারা ঝুঁকির মধ্যে পড়ে, কারণ এটি নিরাপদ নয়।' একই সঙ্গে এটি 'শিশু অধিকার' লঙ্ঘণ বলেও উল্লেখ করা হয়েছে নোটিশে। নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে কারণ ব্যাখ্যা করার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement
আরজি কর-প্রতিবাদে কেন পড়ুয়ারা? হাওড়ার ৩ স্কুলকে শোকজ শিক্ষা দফতরেরশিক্ষা দফতরের নোটিশ

RG Kar School Notice: আরজি কর-ইস্যুতে মিছিল করায় হাওড়ার ৩ স্কুলকে নোটিশ ধরাল শিক্ষা দফতর। জেলা স্কুল পরিদর্শকের পাঠানো নোটিশে পড়াশোনার সময় শিক্ষক-পড়ুয়াদের বিরুদ্ধে মিছিল করার কারণ দেখাতে(শো-কজ) বলা হয়েছে। শিক্ষা দফতরের অভিযোগ, 'এই ধরণের কর্মকাণ্ডে পড়ুয়ারা ঝুঁকির মধ্যে পড়ে, কারণ এটি নিরাপদ নয়।' একই সঙ্গে এটি 'শিশু অধিকার' লঙ্ঘণ বলেও উল্লেখ করা হয়েছে নোটিশে। নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে কারণ ব্যাখ্যা করার নির্দেশ দেওয়া হয়েছে।

যে তিন স্কুলকে নোটিশ পাঠানো হয়েছে:

শুক্রবার বিকেলে হাওড়ার বালুহাটি হাই স্কুল, বালুহাটি গার্লস হাই স্কুল এবং ব্যাঁটরা রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয়ের প্রধানশিক্ষককে নোটিশ পাঠানো হয়েছে। 

দেখুন সেই নোটিশ:

এই নোটিশ পাঠানো হয়েছে স্কুলগুলিকে।
এই নোটিশ পাঠানো হয়েছে স্কুলগুলিকে।

স্কুল কর্তৃপক্ষের দাবি

বালুহাটি হাই স্কুলের টিচার ইন-চার্জ অঞ্জনকুমার সাহা জানিয়েছেন, 'আমাদের কোনও শিক্ষক মিছিলে যাননি। স্কুলের পাশ দিয়ে একটি মিছিল গিয়েছিল। তাতে স্কুলের প্রাক্তনীরা ছিল। তাতে কেউ কেউ বর্তমান ছাত্র গিয়ে থাকতে পারে। তবে স্কুলের তরফে যাওয়া হয়নি। তাছাড়া স্কুলের সময়ও মিছিল হয়নি। স্কুল ছুটির পরে কেউ গিয়ে থাকতে পারে।'

শুরু রাজনৈতিক তরজা

স্কুলগুলিতে পাঠানো নোটিশের প্রেক্ষিতে রাজ্য সরকারের তুমুল সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা। তাদের দাবি, আরজি করের প্রতিবাদে রাজ্যজুড়ে আন্দোলন চলছে। সেটা দমাতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। 

এর আগে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের ডিআই দফতর একটি নির্দেশিকা প্রকাশ করে। সেখানে জানানো হয়, স্কুল ক্যাম্পাসের বাইরে কোনও অনুষ্ঠানে স্কুল পড়ুয়ারা অংশগ্রহণ করতে পারবে না।

POST A COMMENT
Advertisement