SIR এর ফর্ম অনলাইনে কীভাবে ফিল আপ করবেন? কবে জমা দেবেন? VIDEO করে বোঝাল 'গুপী বাঘা'

SIR প্রক্রিয়া সাধারণ ভোটারদের কাছে আরও সহজ করে তুলতে এবার গুপী বাঘার সাহায্য নিল নির্বাচন কমিশন। একটি বিশেষ ভিডিও পোস্ট করে SIR প্রক্রিয়ার নানা দিক তুলে ধরা হয়েছে। গুপী বাঘাই জানাচ্ছেন, কবে থেকে ফর্ম ফিল আপ, কীভাবে অনলাইনে তা ডাউনলোড এবং কবে তা জমা করতে হবে।

Advertisement
SIR এর ফর্ম অনলাইনে কীভাবে ফিল আপ করবেন? কবে জমা দেবেন? VIDEO করে বোঝাল 'গুপী বাঘা'SIR নিয়ে কমিশনের বিশেষ ভিডিও
হাইলাইটস
  • এবার গুপী বাঘার সাহায্য নিল নির্বাচন কমিশন
  • ভিডিও পোস্ট করে SIR প্রক্রিয়ার নানা দিক তুলে ধরা হয়েছে
  • গুপী বাঘাই জানাচ্ছেন, SIR-এর খুঁটিনাটি


ভোটার তালিকায় নাম তুলতে গেলে SIR প্রক্রিয়ায় অংশ নিতে হবে। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে সেই প্রক্রিয়া। আর তার জন্য ফিল আপ করতে হবে এনুমেরেশন বা গণনা ফর্ম। কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কবের মধ্যেই সেই ফর্ম জমা করতে হবে, এই সমস্ত তথ্য দিচ্ছে গুপী গাইন বাঘা বাইন। সঙ্গে রয়েছে শুণ্ডির রাজাও। বিষয়টি কী? 

গুপী-বাঘার বার্তা
গুপী গাইন ও বাঘা বাইন সিনেমার একটি দৃশ্যের অনুকরণে একটি ভিডিও তৈরি করেছে নির্বাচন কমিশন। ভিডিওতে গুপীর ভূমিকা রয়েছেন অভিনেতা নীল (সুজন) মুখোপাধ্যায় এবং বাঘার ভূমিকায় বিশ্বনাথ বসু। শুণ্ডির রাজার ভূমিকায় রয়েছেন খরাজ মুখোপাধ্যায়। গানের ছন্দে SIR-এর এনুমেরেশন পর্বের খুঁটিনাটি বোঝাচ্ছেন তারা। 

কীভাবে জমা করবেন এনুমেরেশন ফর্ম?
কমিশনের আপলোড করা ভিডিওতে বাঘা বলছেন, 'এ আবার নতুন কী কাণ্ড রে?' গুপী বুঝিয়ে বলেন, 'ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন শুরু হয়েছে। তাই গণনা ফর্ম পূরণ করে জমা করতে হবে।' তাঁরাই জানান, ৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি BLO-রা এই ফর্ম নিয়ে উপস্থিত হবেন। 

অফলাইনের পাশাপাশি অনলাইনেও এই এনুমেরেশন ফর্ম ডাউনলোড করা যাবে। গুপী বাঘা বুঝিয়ে দেয়, হয় ECINET অ্যাপ অথবা https://voters.eci.gov.in-এ গিয়ে লগ ইন করেও এই ফর্ম ডাউনলোড করা যাবে। ধাপে ধাপে নিম্নলিখিত স্টেপগুলি ফলো করতে হবে।
> সাইন আপ করতে হবে।
> নিজের ফোন নম্বর দিয়ে লগ ইন করতে হবে।
> এরপর এপিক নম্বর দিয়ে সমস্ত তথ্য ফেচ করাতে হবে।
> ফর্ম ফিল আপ করার আগে নিজের পাসপোর্ট সাইজের ছবির স্ক্যানড কপি হাতের কাছে রাখুন। পরের স্টেপে সেই ছবির স্ক্যান্ড কপি আপলোড করতে হবে।
> অফলাইনে ফর্মে থাকা সমস্ত কলামগুলি এখানে অনলাইনে ফিল আপ করতে হবে।
> সবশেষে সাদা পাতায় সই করে স্ক্যান করে আপলোড করতে হবে। 
> এরপর ক্লিক করুন সাবমিটে। 
> ডিক্লেরেশন পেজে একাধিক অপশন রয়েছে। সিলেক্ট করতে হবে যথাযথ অপশন।
> ২০০২ এর ভোটার তালিকায় নাম থাকলে বা বাবা-মায়ের নাম থাকলে তাঁদের সেই কপি স্ক্রিনশট আপলোড করতে হবে। 
> ২০০২ সালের ভোটার তালিকায় কারও নামই না থাকলে কমিশনের নির্দেশ করে দেওয়া ১১টির নথির যে কোনও একটি ডকুমেন্ট আপলোড করতে হবে। 
> সবশেষে সাবমিট বটনে ক্লিক করুন। 

Advertisement

কবে জমা করতে হবে ফর্ম?
৪ ডিসেম্বর পর্যন্ত এই এনুমেরেশন ফর্ম জমা করা যাবে। অফলাইনে BLO-র মাধ্যমে ফর্ম ফিল আপ করলে তারাই বাড়ি বাড়ি গিয়ে সেই ফর্ম সংগ্রহ করবে। অথবা অনলাইনে ফিল আপ করে থাকলে ওয়েবসাইটেই জমা করতে হবে সেটি। 

ভিডিওর সব শেষে শুণ্ডির রাজা বলেন, 'মনে রাখবেন ভোটার তালিকায় নাম রাখতে গেলে গণনা ফর্ম জমা করা জরুরি।' একইসঙ্গে ভিডিওতে বলা হয়েছে, যে কোনও সমস্যায় কমিশনের হেল্পলাইন নম্বর ১৯৫০-তে ফোন করা যাবে। 

 

POST A COMMENT
Advertisement