প্রতীকী ছবি ৪ ডিসেম্বর শেষ হচ্ছে SIR-এর এনুমারেশন পর্ব। অর্থাৎ ফর্ম ফিলআপ এবং জমা নেওয়ার পর্ব। অথচ এখনও ১৪ লক্ষ ফর্ম সংগ্রহ করা যায়নি পশ্চিমবঙ্গে। এমন তথ্যই দিয়েছে নির্বাচন কমিশন। ফলে আশঙ্কা হচ্ছে প্রায় ১৪ লক্ষ নাম রাজ্যে SIR তালিকা থেকে বাদ পড়তে পারে।
কী জানিয়েছে কমিশন?
নির্বাচন কমিশন জানিয়েছে, পশ্চিমবঙ্গে ১৪ লক্ষ ফর্ম এখনও সংগ্রহ করা সম্ভব হয়নি এবং তার ফলে জমাও পড়েনি। এর মধ্যে রয়েছে ডুপ্লিকেট, মৃত ভোটার এবং স্থায়ী ভাবে ঠিকানা বদল করে ফেলা ভোটাররা। গত সোমবার পর্যন্ত এই সংখ্যাটা ছিল ১০ লক্ষ ৩৩ হাজার। এক নির্বাচনী আধিকারিক বলেন, 'মঙ্গলবার বেলা পর্যন্ত না জমা পড়া ফর্মের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লক্ষ ৯২ হাজার। আরও আপডেট হতে থাকলে এই পরিসংখ্যান আরও বাড়বে।' ফলে ১৪ লক্ষেরও বেশি মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়তে চলেছে বলে সহজেই অনুমেয়।
বুথ লেভেল অফিসাররা (BLO) প্রতিনিয়ত এনুমারেশন ফর্ম বিলি এবং সংগ্রহের কাজ চালাচ্ছেন জোরকদমে। ৮০ হাজার ৬০০ BLO, ৮ হাজার সুপারভাইসার, ৩ হাজার সহকারী ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ERO) এবং ২৯৪ ERO এই এনুমারেশন পর্বের সঙ্গে যুক্ত রয়েছেন। SIR প্রক্রিয়া চলাকালীন এখনও পর্যন্ত ৩ জন BLO-র মৃত্যু হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
উল্লেখ্য, আগামী ৯ ডিসেম্বর প্রকাশ হবে খসড়া ভোটার তালিকা। খসড়া তালিকা প্রকাশের পরে অবস্থা ভয়াবহ হতে পারে বলে মঙ্গলবার আশঙ্কা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পর্বে রাজ্য সরকার মাঠে নেমে মানুষকে সাহায্য করবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। নথি পেতে যাতে সাধারণ মানুষের কোনও সমস্যা না হয়, সেটাই নিশ্চিত করবে রাজ্য সরকার।