AI Tools in SIR: এবার মৃত, ভুয়ো ভোটারদের ধরবে AI, কীভাবে চিহ্নিতকরণ? জানাল কমিশন

পশ্চিমবঙ্গে SIR চলাকালীন ভুয়ো ও মৃত ভোটার চিহ্নিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করবে নির্বাচন কমিশন। ছবি দেখে ভুয়ো ও মৃত ভোটারকে চিহ্নিত করবে AI। ভোটার ডাটাবেসে থাকা ছবি জুড়ে মুখের মিল বিশ্লেষণ করবে। এরপর AI সিস্টেম একাধিক স্থানে রেজিস্টার্ড ব্যক্তিদের সনাক্ত করতে সাহায্য করবে।

Advertisement
এবার মৃত, ভুয়ো ভোটারদের ধরবে AI, কীভাবে চিহ্নিতকরণ? জানাল কমিশনপ্রতীকী ছবি

পশ্চিমবঙ্গে SIR চলাকালীন ভুয়ো ও মৃত ভোটার চিহ্নিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করবে নির্বাচন কমিশন। ছবি দেখে ভুয়ো ও মৃত ভোটারকে চিহ্নিত করবে AI। ভোটার ডাটাবেসে থাকা ছবি জুড়ে মুখের মিল বিশ্লেষণ করবে। এরপর AI সিস্টেম একাধিক স্থানে রেজিস্টার্ড ব্যক্তিদের সনাক্ত করতে সাহায্য করবে।

সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে এক নির্বাচন আধিকারিক বলেন, "ভোটারদের ছবি, বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের ছবি অপব্যবহারের অভিযোগের সংখ্যা বৃদ্ধির কারণে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিচ্ছি।" তিনি বলেন, "এআই-সক্ষম ফেসিয়াল ম্যাচিং প্রযুক্তি ব্যবহার করে এমন ভোটার কার্ড থাকলে তা সনাক্ত করা হবে। যেখানে একই ভোটারের ছবি তালিকা জুড়ে একাধিক স্থানে দেখা যাবে তাদের চিহ্নিত করা হবে।" 

তিনি বলেন, ভোটার রেজিস্ট্রেশনের সময় পরিযায়ী শ্রমিকদের ছবি অপব্যবহারের অভিযোগ বৃদ্ধি পাওয়ার পর এই বিশেষ ব্যবস্থাটি বিশেষভাবে চালু করা হচ্ছে। তবে, আধিকারিকেরা বলেন, বুথ-স্তরের কর্মকর্তারা (BLO) যাচাইয়ের প্রক্রিয়ায় কেন্দ্রীয় ভূমিকা পালন করবেন।

ওই আধিকারিক জানান, "প্রযুক্তির ব্যবহার সত্ত্বেও, BLO-দের ভূমিকা গুরুত্বপূর্ণ থাকবে। তাদের ঘরে ঘরে পরিদর্শন করতে হবে। সরাসরি ভোটারদের ছবি তুলতে হবে।" 

এমনকি যখন বুথ-স্তরের এজেন্টরা (BLA) পূরণ করা ফর্ম জমা দেন, তখনও BLO-দের স্বাক্ষর যাচাইয়ের জন্য ব্যক্তিগতভাবে বাড়িতে যেতে হয়। কর্মকর্তা বলেন, "বিএলএরা ভোটারদের কাছ থেকে হাতে লেখা বিবৃতিও সংগ্রহ করবে যা নিশ্চিত করবে যে ফর্মগুলি তাদের উপস্থিতিতে পূরণ করা হয়েছে। গণনা এবং ফর্ম পূরণের পরে যদি কোনও ভুয়ো বা মৃত ভোটার সনাক্ত হয়, তাহলে তার দায়িত্ব সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের BLO-এর উপর বর্তাবে। 
 

POST A COMMENT
Advertisement