SIR আপডেট কী?পশ্চিমবঙ্গের SIR বা ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়ার সময়সীমা জানান হল। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানান হয়েছে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ১৪ ফেব্রুয়ারিতে। সহজ ভাষায় বললে, সেটাই হল ফাইনাল ভোটার লিস্ট।
ও দিকে ভোটার তালিকার খসড়া লিস্ট ১৬ ডিসেম্বর প্রকাশিত হবে। এর এক মাস পর্যন্ত, অর্থাৎ ১৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত যোগ্য ভোটার তাদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য আপিল করতে পারবেন। আবার অপরদিকে অযোগ্য ভোটারদের নাম মুছে দেওয়ার জন্য অভিযোগও করা যাবে এই সময়ের মধ্যেই।
৭ ফেব্রুয়ারি পর্যন্ত এই আপিল ও অভিযোগের নিষ্পত্তি করা হবে বলে জানা গিয়েছে। এছাড়া এই সময়ের মধ্যেই ভোটার কেন্দ্র নির্ধারণ করা হবে বলেও খবর।
এ বার ১০ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটার তালিকার চূড়ান্ত যাচাই প্রক্রিয়া সম্পন্ন করা হবে। আর ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে বলেই খবর।
তবে কমিশনের পক্ষ থেকে জানান হয়েছে যে, যোগ্য ভোটাররা রাজ্য বিধানসভা নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখের প্রায় দশ দিন আগে পর্যন্ত তাদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করতে পারবেন।
আজ শেষ হচ্ছে এনুমারেশন ফর্ম জমা দেওয়ার পর্ব
বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ দিন। আজই বিএলও-দের সমস্ত এনুমারেশন ফর্ম জমা দিতে হবে।
এরই মাঝে অবশ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে কাদের হিয়ারিংয়ে ডাকা হবে, সেটাও জানান হল। এই বিষয়ে নির্বাচন কমিশনের সেই আধিকারিক বলেন, 'যে সব ভোটারের SIR ফর্মে অসঙ্গতি রয়েছে, পাশাপাশি যাদের বাবা-মায়ের বয়সের ব্যবধান সন্দেহজনক, তাদের সবাইকে হিয়ারিংয়ে ডাকা হবে। চেষ্টা করা হবে যাতে ভোটার তালিকা সঠিক ও সম্পূর্ণ থাকে।'
শুনানির পর্যায়ে কমিশন তথ্য যাচাই করবে এবং ভোটারদের রেকর্ডে থাকা অসঙ্গতি স্পষ্ট করার সুযোগ দেবে বলেও তিনি স্পষ্ট করে দেন।
কত ভোটারের ক্ষেত্রে সমস্যা?
সর্বশেষ তথ্য অনুযায়ী, রাজ্যে ৫৭,৫২,২০৭ জন ভোটারকে এসআইআর প্রক্রিয়ায় ‘আনকালেক্টবল’ (অগ্রহণযোগ্য) বা আনট্রেসেবল (অনুসন্ধানযোগ্য নয়) হিসেবে চিহ্নিত করা হয়েছে এখনও পর্যন্ত।
এদের মধ্যে ২৪,১৪,৭৫০ জন মৃত, ১১,৫৭,০০-এর বেশি খুঁজে পাওয়া যায়নি, ১৯,৮৯,৯১৪ জন অন্য ঠিকানায় চলে গিয়েছেন, ১৩,০৫,৬২৭ জনের নাম একাধিক স্থানে রয়েছে এবং ১১,৫৭,০০০-এর বেশি ফর্ম বিভিন্ন কারণে সংগ্রহ করা সম্ভব হয়নি বলেও তিনি জানান।