Howrah Fake Medicine: ব্লাড প্রেসারের জাল ওষুধ বাজেয়াপ্ত হাওড়ার আমতায়, গ্রেফতার ১

একটি নামী ওষুধ প্রস্তুতকারী সংস্থার রক্তচাপের জাল ওষুধ বিক্রির অভিযোগ উঠল হাওড়ার আমতার একটি ওষুধ সরবরাহকারী সংস্থার বিরুদ্ধে। ঘটনায় রাজ্য ড্রাগ কন্ট্রোল আধিকারিকরা আমতায় ওই ওষুধ সরবরাহকারী সংস্থার গোডাউনে হানা দিয়ে ২০ লক্ষ টাকার জাল ওষুধ বাজেয়াপ্ত করেন বৃহস্পতিবার।  জাল ওষুধ বিক্রির অভিযোগে ওই ওষুধ সরবরাহকারী সংস্থার মালিক বাবলু মান্নাকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement
ব্লাড প্রেসারের জাল ওষুধ বাজেয়াপ্ত হাওড়ার আমতায়, গ্রেফতার ১জাল ওষুধ বিক্রির অভিযোগ।
হাইলাইটস
  • জাল ওষুধ বিক্রির অভিযোগ উঠল হাওড়ার আমতার একটি ওষুধ সরবরাহকারী সংস্থার বিরুদ্ধে।
  • ২০ লক্ষ টাকার জাল ওষুধ বাজেয়াপ্ত।
  • ওষুধ সরবরাহকারী সংস্থার মালিক বাবলু মান্নাকে গ্রেফতার করা হয়েছে।

একটি নামী ওষুধ প্রস্তুতকারী সংস্থার রক্তচাপের জাল ওষুধ বিক্রির অভিযোগ উঠল হাওড়ার আমতার একটি ওষুধ সরবরাহকারী সংস্থার বিরুদ্ধে। ঘটনায় রাজ্য ড্রাগ কন্ট্রোল আধিকারিকরা আমতায় ওই ওষুধ সরবরাহকারী সংস্থার গোডাউনে হানা দিয়ে ২০ লক্ষ টাকার জাল ওষুধ বাজেয়াপ্ত করেন বৃহস্পতিবার।  জাল ওষুধ বিক্রির অভিযোগে ওই ওষুধ সরবরাহকারী সংস্থার মালিক বাবলু মান্নাকে গ্রেফতার করা হয়েছে।

 জানা গিয়েছে কেন্দ্রীয় সরকারের নির্দেশে ৩০০ টি প্রয়োজনীয় ওষুধের উপর কিউ আর কোড লাগিয়ে দেয় সংশ্লিষ্ট ওষুধ কোম্পানি। সম্প্রতি একটি নামী ওষুধ প্রস্তুতকারী সংস্থার নজরে আসে তাদের তৈরি রক্তচাপ জনিত ওষুধের কিউ আর কোড জাল করা হয়েছে। এরপরেই ওই ওষুধ প্রস্তুতকারী সংস্থার পক্ষ থেকে রাজ্য ড্রাগ কন্ট্রোলে অভিযোগ জানানো হয়। সেইমতো ড্রাগ কন্ট্রোল আধিকারিকরা তদন্তে নেমে জাল ওষুধ সরবরাহকারী সংস্থা হিসেবে আমতার মান্না এজেন্সি নামে একটি ওষুধ সরবরাহকারী সংস্থার হদিস পায়। আর এরপরেই বৃহস্পতিবার বিকেলে ড্রাগ কন্ট্রোল আধিকারিকরা আমতায় ওই ওষুধ সরবরাহকারী সংস্থার গোডাউনে হানা দিয়ে ২০ লক্ষ টাকার জাল ওষুধ বাজেয়াপ্ত করে। 

ড্রাগ কন্ট্রোল আধিকারিক সূত্রে খবর, এই জাল ওষুধ বিহার থেকে আনা হয়েছে। ওই সংস্থা ১ কোটি টাকার বেশি জাল ওষুধ বাজারে বিক্রি করেছে।  সেইসব জাল ওষুধ কোথায় দেওয়া হয়েছে এবং এই ঘটনার পিছনে আর কারা জড়িত, তার তদন্ত করছেন ড্রাগ কন্ট্রোল আধিকারিকরা।

রিপোর্টার : বৈদ্যনাথ ঝা
 

POST A COMMENT
Advertisement