মেয়ের বিরুদ্ধে তছরুপের অভিযোগ, 'ফেসবুক লাইভে' আত্মঘাতী বাবা-মা-ছেলে

দক্ষিন ২৪ পরগনার বকখালির জঙ্গলে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন একই পরিবারের তিন সদস্য। রবিবার সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। নিহতরা সকলেই কুলপি থানা এলাকার হাঁড়া গ্রামের বাসিন্দা।

Advertisement
 দক্ষিণ ২৪ পরগনায় 'ফেসবুক লাইভে' আত্মঘাতী বাবা-মা-ছেলেপ্রতিকি ছবি
হাইলাইটস
  • দক্ষিন ২৪ পরগনার বকখালির জঙ্গলে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী
  • আত্মঘাতী হলেন একই পরিবারের তিন সদস্য
  • নিহতরা সকলেই কুলপি থানা এলাকার হাঁড়া গ্রামের বাসিন্দা


দক্ষিন ২৪ পরগনার বকখালির জঙ্গলে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন একই পরিবারের তিন সদস্য। মৃতদের নাম অশোক নস্কর, রিতা নস্কর ও অভিষেক নস্কর। রবিবার সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। নিহতরা সকলেই কুলপি থানা এলাকার হাঁড়া গ্রামের বাসিন্দা। 

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, অশোক ও রিতার মেয়ে পুনম দাস স্বনির্ভর গোষ্ঠী চালাতো। সেই গোষ্ঠী থেকে প্রায় ১৪ লক্ষ টাকা সে তছরুপ করেছে বলে অভিযোগ। আর সেই কারণে শনিবার সেই গ্রুপের মহিলারা অশোকের বাড়িতে চড়াও হয়েছিল । টাকা পুনমের বাপের বাড়ির সকলে আত্মসাৎ করেছে বলে অভিযোগ ওঠে। সেই অভিযোগে বাড়ি থেকে পুনমকে তুলে নিয়ে যায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। পাশাপাশি তাঁদের ঘরে তালা লাগিয়ে ঘর থেকে সকলকে বের করে দেওয়া হয়। এই ঘটনার পর অপমানে রবিবার সকালে বকখালিতে জঙ্গলের মধ্যে আত্মঘাতী হন ছেলে ও বাবা মা। 

গোটা ঘটনা ফেসবুক লাইভের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়। ঘটনার কথা জানাজানি হতেই তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই তিনটি মৃতদেহ উদ্ধার করেছে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। অন্যদিকে পুনমকে উদ্ধার করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কেউকে আটক বা গ্রেফতার করতে পারেনি পুলিশ। গোটা ঘটনার তদন্ত চলছে।

 

POST A COMMENT
Advertisement