Vande Bharat Sleeper: প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরই নয়া বন্দে ভারতে ছোড়া হতে পারে পাথর, আশঙ্কায় চিঠি RPF-এর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হতে চলেছে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার। তার মধ্যেই পাথর ছোড়ার আশঙ্কা তৈরি হয়েছে। একাধিক জায়গায় পাথর হামলার পাশাপাশি, নরেন্দ্র মোদীকে কালো পতাকা দেখানোরও আশঙ্কা। এই মর্মে মালদার কালিয়াচক থানায় চিঠি RPF-এর।

Advertisement
প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরই নয়া বন্দে ভারতে ছোড়া হতে পারে পাথর, আশঙ্কায় চিঠি RPF-এর বন্দে ভারত স্লিপার
হাইলাইটস
  • মোদীর হাত ধরে উদ্বোধন হতে চলেছে বন্দে ভারত স্লিপার
  • পাথর ছোড়ার আশঙ্কা তৈরি হয়েছে
  • মালদার কালিয়াচক থানায় চিঠি RPF-এর

আর কিছুক্ষণের মধ্যেই বাংলা থেকে ছুটবে প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন। মালদা থেকে সেই ট্রেনের উদ্বোধন করবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার ট্রেনের চাকা গড়ানোর আগেই তৈরি হল আশঙ্কা। পাথর ছোড়া হতে পারে নয়া এই বন্দে ভারতে। খবর আসতেই দ্রুত মালদার কালিয়াচক থানার IC-কে সতর্ক করল RPF। এই মর্মে ইতিমধ্যেই একটি চিঠি পাঠানো হয়েছে রেল পুলিশের তরফে। 

এদিন দুপুর ১টা নাগাদ বন্দে ভারতের স্লিপার ট্রেনটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোপন সূত্রে খবর মিলেছে, বন্দে ভারত স্লিপার ট্রেন ছাড়ার পর নতুন ট্রেন লক্ষ্য করে ইট বৃষ্টি, প্রধানমন্ত্রীর উদ্দেশে কালো পতাকা দেখানো হতে পারে। ফলে পুলিশকে যথাযথ নিরাপত্তার বন্দোবস্ত করতে বলে চিঠি দিয়েছে RPF। 

Vande Bharat Sleeper
RPF এর চিঠি

জানা গিয়েছে, মালদা স্টেশন ছাড়তেই জামিরঘাটা, খালতিপুর, চমগ্রাম, শঙ্খপাড়া, নিউ ফরাক্কা, বল্লালপুর, ধুলিয়ান, বাসুদেবপুর ও তিলডাঙায় পাথর ছোড়া হতে পারে। কালো পতাকাও দেখানো হতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। কালিয়াচক থানার পুলিশকে স্টেশনগুলিতে যথাযথ পুলিশি নিরাপত্তার ব্যবস্থা রাখতে বলা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির যাতে কোনওভাবে অবনতি না হয়, তা নিশ্চিত করতে বলা হয়েছে, RPF-এর ওই চিঠিতে। 

তবে এটাই প্রথম নয়। একাধিকবার বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনা ঘটেছে। হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করেও পাথর ছোড়া হয়েছিল। ফলে এবার প্রধানমন্ত্রীর কর্মসূচির মধ্যে যাতে এমন কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য আগেভাগেই আঁটসাঁট করা হচ্ছে নিরাপত্তা।


 

POST A COMMENT
Advertisement