Abhishek Banerjee: 'জ্ঞানেশ কুমার ও অমিত শাহের বিরুদ্ধে FIR হওয়া উচিত,' কেন বললেন অভিষেক?

নতুন করে এনআরসি ও ভোটার তালিকা নিয়ে তীব্র রাজনৈতিক তর্ক শুরু হয়েছে। পাশাপাশি এক ব্যক্তি আত্মহত্যার মর্মান্তিক ঘটনা রাজ্যের রাজনীতি সরগরম করে তুলেছে। উত্তর ২৪ পরগনার আগরপাড়ার মহাজাতি নগর এলাকায় মঙ্গলবার সকালে এক প্রৌঢ়ের দেহ উদ্ধার করা হয়।

Advertisement
'জ্ঞানেশ কুমার ও অমিত শাহের বিরুদ্ধে FIR হওয়া উচিত,' কেন বললেন অভিষেক?
হাইলাইটস
  • নতুন করে এনআরসি ও ভোটার তালিকা নিয়ে তীব্র রাজনৈতিক তর্ক শুরু হয়েছে।
  • পাশাপাশি এক ব্যক্তি আত্মহত্যার মর্মান্তিক ঘটনা রাজ্যের রাজনীতি সরগরম করে তুলেছে।

নতুন করে এনআরসি ও ভোটার তালিকা নিয়ে তীব্র রাজনৈতিক তর্ক শুরু হয়েছে। পাশাপাশি এক ব্যক্তি আত্মহত্যার মর্মান্তিক ঘটনা রাজ্যের রাজনীতি সরগরম করে তুলেছে। উত্তর ২৪ পরগনার আগরপাড়ার মহাজাতি নগর এলাকায় মঙ্গলবার সকালে এক প্রৌঢ়ের দেহ উদ্ধার করা হয়। মৃতের ঘর থেকে পাওয়া ডায়েরির এক পাতায় লেখা ছিল,  'এনআরসি আমার মৃত্যুর জন্য দায়ী।'

এই ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় বিজেপিকে দুষেছেন। এবং কেন্দ্রীয় সরকারের কাছে দাবি করেছেন, 'এই নির্মম খেলা চিরতরে বন্ধ করতে হবে। বাংলা কখনও এনআরসি অনুমোদন করবে না।' তিনি জানিয়েছেন, কাউকে রাজ্যের জনগণের মর্যাদা বা স্বত্ব কেড়ে নিতে দেওয়া হবে না।

তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন সংবাদ সম্মেলনে অভিযোগ তুলে বলেন, ' আত্মহত্যার জন্য জ্ঞানেশ কুমার ও অমিত শাহের বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত।' তিনি দাবি করেন, বর্তমানে ভোটার তালিকা নিয়েও সরকার ‘নির্বাচিত’ সিদ্ধান্ত নিচ্ছে। তাঁর কথায় 'আগে ভোটাররা ভোট দিয়ে সরকার বানাত; এখন সরকার ঠিক করবে কারা ভোট দেবে।' অভিষেক আরও বলেছেন, 'এসআইআর (SIR) প্রক্রিয়ার উদ্দেশ্য ত্রুটিমুক্ত তালিকা নয়, বরং জিত নিশ্চিত করা;

যদি ভোটার তালিকা ত্রুটিযুক্ত হয় তাহলে লোকসভা ভেঙে দেওয়া হোক।' তিনি বলেন, 'একজন বৈধ ভোটার বাদ গেলে এক লক্ষ লোক কমিশন ঘেরাও করবে।' এছাড়া তিনি কেন্দ্রকে তীব্রভাবে প্রশ্ন করেছেন, মাত্র দুই মাসে কীভাবে ১০ কোটি মানুষের কাছে পৌঁছানো সম্ভব।

 

POST A COMMENT
Advertisement