Firozabad: প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে বেধরক মার, চোখে লোহার রড, অভিযুক্ত স্ত্রী

উত্তরপ্রদেশের ফিরোজাবাদে স্ত্রীর অবৈধ সম্পর্কের জেরে এক স্বামীকে প্রকাশ্যে লোহার রড ও লাঠি দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। চাঞ্চল্যকর এই ঘটনায় গুরুতর আহত স্বামী বিজয়কে প্রথমে ট্রমা সেন্টারে ভর্তি করা হয়, পরে অবস্থা সংকটজনক হওয়ায় পাঠানো হয় আগ্রা মেডিকেল কলেজে।

Advertisement
প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে বেধরক মার, চোখে লোহার রড, অভিযুক্ত স্ত্রী
হাইলাইটস
  • উত্তরপ্রদেশের ফিরোজাবাদে স্ত্রীর অবৈধ সম্পর্কের জেরে এক স্বামীকে প্রকাশ্যে লোহার রড ও লাঠি দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল।
  • চাঞ্চল্যকর এই ঘটনায় গুরুতর আহত স্বামী বিজয়কে প্রথমে ট্রমা সেন্টারে ভর্তি করা হয়, পরে অবস্থা সংকটজনক হওয়ায় পাঠানো হয় আগ্রা মেডিকেল কলেজে।

উত্তরপ্রদেশের ফিরোজাবাদে স্ত্রীর অবৈধ সম্পর্কের জেরে এক স্বামীকে প্রকাশ্যে লোহার রড ও লাঠি দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। চাঞ্চল্যকর এই ঘটনায় গুরুতর আহত স্বামী বিজয়কে প্রথমে ট্রমা সেন্টারে ভর্তি করা হয়, পরে অবস্থা সংকটজনক হওয়ায় পাঠানো হয় আগ্রা মেডিকেল কলেজে।

জানা গিয়েছে, চুলহাওয়ালি নাগলা সিংহি এলাকার বাসিন্দা বিজয় স্থানীয় একটি চুড়ির কারখানায় কাজ করতেন। সোমবার সকালে কাজে যাওয়ার পথে নাগলা সাদার কাছে গ্রামেরই দুই যুবক সুরজ এবং উপেশ তাঁকে আক্রমণ করে। লোহার রডের আঘাতে বিজয়ের একটি চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত সুরজের সঙ্গে বিজয়ের স্ত্রীর অবৈধ সম্পর্ক ছিল এবং সেই সম্পর্ককে ঘিরেই এই হিংসাত্মক ঘটনা ঘটে। বিজয়ের ভাই সুরেশ বলেন, 'আমার বৌদি একজনকে ভালোবাসত। সে তার সঙ্গে পালিয়েও গিয়েছিল। এই কারণেই আমার ভাইকে রাস্তায় ফেলে মারধর করা হয়েছে।'

অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) রবি শঙ্কর প্রসাদ জানিয়েছেন, 'ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযুক্তদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। প্রয়োজনে আরও আইনি পদক্ষেপ নেওয়া হবে।'

 

POST A COMMENT
Advertisement