Hilsa: মরশুমের প্রথম ইলিশ ঢুকল দিঘায়, দাম কেমন?

আজ, শুক্রবার মরশুমের প্রথম ইলিশ এসেছে দিঘায় (Digha)। দিঘা মোহনার বাজারে আমদানি হয়েছে প্রায় ৪০ থেকে ৫০ টন ইলিশ। ইলিশ মাছ দেখতে ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষজন। সেই ভিড়ে সামিল হন উৎসাহী পর্যটকরাও। মরসুমের প্রথম ইলিশের আকার ও ওজন দেখে বেশ খুশি মৎস্যজীবীরা।

Advertisement
মরশুমের প্রথম ইলিশ ঢুকল দিঘায়, দাম কেমন?ফাইল কপি।
হাইলাইটস
  • আজ, শুক্রবার মরশুমের প্রথম ইলিশ এসেছে দিঘায় (Digha)।
  • ঘা মোহনার বাজারে আমদানি হয়েছে প্রায় ৪০ থেকে ৫০ টন ইলিশ।
  • ইলিশ মাছ দেখতে ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষজন।

আজ, শুক্রবার মরশুমের প্রথম ইলিশ এসেছে দিঘায় (Digha)। দিঘা মোহনার বাজারে আমদানি হয়েছে প্রায় ৪০ থেকে ৫০ টন ইলিশ। ইলিশ মাছ দেখতে ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষজন। সেই ভিড়ে সামিল হন উৎসাহী পর্যটকরাও। মরসুমের প্রথম ইলিশের আকার ও ওজন দেখে বেশ খুশি মৎস্যজীবীরা। 

মৎসজীবীরা জানিয়েছেন, এদিন আসা বেশিরভাগ ইলিশের ওজন ছিল ৫০০ থেকে ৭০০ গ্রাম। দাম ছিল ৫০০ থেকে ৭০০ টাকা। আর ৭০০ থেকে এক কেজি ওজনের মাছ বিক্রি হয়েছে ৮০০ থেকে হাজার টাকায়। ওই মাছ বেশ সুস্বাদু হবে বলেই মনে করছেন তাঁরা।

ইলশেগুড়ি বৃষ্টি ও পুবদিকের হাওয়া ইলিশের পক্ষে অনুকূল। দেখাও মিলেছে ইলিশের। প্রায় ৭-১০ দিন আগে ইলিশ ধরতে গিয়েছিল ট্রলারগুলো। সেগুলোই ইলিশ নিয়ে ফিরে এসেছে। আরও ট্রলার আসছে।

এদিন ৪০ থেকে ৫০ টন ইলিশ এসেছে বলে জানা গেছে। দামও রয়েছে মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে। ৫০০ থেকে ৭০০ গ্রাম ইলিশের দাম ৫০০ থেকে ৭০০ টাকা। ৭০০ থেকে এক কেজি ওজনের ইলিশের দাম ৮০০ থেকে ১০০০ টাকা। সব ট্রলার মোহনায় ফিরলে বাজার ইলিশে ছেয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

আগামী কয়েক দিন এমন আবহাওয়া থাকলে ইলিশের খরা কাটবে বলেও আশা করছেন মৎস্যজীবীরা। কয়েক দিন ধরে সমুদ্র উপকূলে আবহাওয়ার গতিপথ বদল হতেই দিঘা মোহনায় ইলিশের ঝাঁক উঠে এল বলেও মনে করা হচ্ছে।

TAGS:
POST A COMMENT
Advertisement