Ghatal Flood: ঘাটালে শ্মশান জলের তলায়, দেহ সৎকারের জায়গা নেই; মৃতদেহ নিয়ে ঠাঁই দাঁড়িয়ে মৃতের আত্মীয়েরা

বন্যা কবলিত ঘাটালে জলের তলায় শ্মশান। মৃতদেহ সৎকারের শুকনো জায়গা অমিল। জলমগ্ন ঘাটালে কোনও বাড়িতে মৃত্য়ু যেন গোদের ওপর বিষফোঁড়া! হাঁটু জল পেরিয়ে মৃতদেহ শ্মশানে পৌঁছনোর জো নেই। জলমগ্ন ঘাটালে সামনে এল ভয়াবহ চিত্র।

Advertisement
ঘাটালে শ্মশান জলের তলায়, দেহ সৎকারের জায়গা নেই; মৃতদেহ নিয়ে ঠাঁই দাঁড়িয়ে মৃতের আত্মীয়েরাজল যন্ত্রণায় জেরবার ঘাটাল

Ghatal Flood: বন্যা কবলিত ঘাটালে জলের তলায় শ্মশান। মৃতদেহ সৎকারের শুকনো জায়গা অমিল। জলমগ্ন ঘাটালে কোনও বাড়িতে মৃত্য়ু যেন গোদের ওপর বিষফোঁড়া! হাঁটু জল পেরিয়ে মৃতদেহ শ্মশানে পৌঁছনোর জো নেই। জলমগ্ন ঘাটালে সামনে এল ভয়াবহ চিত্র।

সৎকার করতে জল পেরিয়ে মৃতদেহ কাঁধে নিয়ে হেঁটে যেতে হচ্ছে শ্মশানে। এই নিয়ে চলতি বছরে বেশ কয়েকবার বন্যা পরিস্থিতির সম্মুখীন হয়েছে ঘাটাল। বন্যা পরিস্থিতির জেরে সব শ্মশানগুলি জলের তলায় চলে গিয়েছে। দেহ নিয়ে এই শ্মশানে শ্মশানে ঘুরে বেড়ানোর চিত্র দেখা গেল সাংসদ দেবের ঘাটাল পৌরসভা এলাকায়। 

ঘাটাল পৌরসভার ৬ নং ওয়ার্ড আচার্য পল্লীর বাসিন্দা  কিরিটি রঞ্জন আচার্য নামের এক বৃদ্ধ গতকাল রাতে মারা যান বলে খবর। বাড়ি থেকে শ্মশান যাওয়ার রাস্তা জলমগ্ন। এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ। মৃতের পরিবারের সদস্যরা জানান, এমনিতেই জলযন্ত্রনার জর্জরিত, তারপর ঘূর্ণিঝড় দানার দাপটে বৃষ্টির জেরে ফের জলমগ্ন হয়ে পড়ে এলাকা। কিন্তু মৃতদেহ তো ফেলে রাখা যায় না! তাই সমস্যা হলেও জল পেরিয়ে তাদের নিয়ে যেতে হবে। 

হাড়হিম করা এই ছবি দেখে কার্যত স্তম্ভিত ঘাটালের মানুষ! তবে এই নরক যন্ত্রণা থেকে ঘাটালবাসী কবে মুক্তি পাবে সেই দিকেই তাকিয়ে সকলে।

POST A COMMENT
Advertisement