করোনায় আক্রান্ত বাংলা ক্রিকেট দলের প্রাক্তন ক্রিকেটার (Former Bengal Cricketer) লক্ষ্মীরতন শুক্লা (Laxmi Ratan Shukla)। বাড়িতে আইসোলেশন রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। তাঁর মৃদু উপসর্গ রয়েছে বলেই খবর। সম্প্রতি, করোনায় আক্রান্ত হচ্ছেন একের পর এক খেলোয়াড়েরা। এর আগে সৌরভ গঙ্গোপাধ্যায়ের করোনা পজিটিভ ধরা পড়ে। যদিও, পরে সুস্থ হয়ে যান তিনি। করোনায় আক্রান্ত হন লিওনেল মেসিও।
এর আগেও করোনায় আক্রান্ত হন লক্ষ্মী রতন শুক্লা। এ দিকে, লক্ষ্মীরতন শুক্লার পাশাপাশি কোভিডে আক্রান্ত সিএবি (CAB) সভাপতি অভিষেক ডালমিয়া। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানান চিকিৎসকরা। আপাতত নিজের ফ্ল্যাটেই থাকছেন তিনি। আরও পড়ুন, COVID পজিটিভ বাবুল, আক্রান্ত তাঁর স্ত্রী-বাবা, ককটেল জ্যাবের দাম নিয়ে তুললেন প্রশ্ন
করোনায় আক্রান্ত হন (COVID-19) প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং তৃণমূল নেতা বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। এই নিয়ে ৩ বার করোনার কবলে পড়লেন তিনি। করোনা আক্রান্তের কথা নিজেই ট্যুইট করে জানান তিনি। একা নন, করোনা আক্রান্ত হয়েছেন তাঁর স্ত্রী, বাবা এবং তাঁর একাধিক স্টাফও।