scorecardresearch
 

Gangasagar Mela 2023: বাবুঘাট থেকে এক টিকিটে গঙ্গাসাগর, আরও একগুচ্ছ ব্যবস্থা মমতার, কী কী?

Gangasagar Mela 2023: নতুন বছরে গঙ্গাসাগর মেলা নিয়ে যাবতীয় ব্যবস্থাপনা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী জানান, ৮-১৭ জানুয়ারি হবে মেলা। এবছর মকর সংক্রান্তি ১৫ জানুয়ারি রবিবার রাত ২টো৫৩ মিনিটে। পুণ্যস্নানের সময় ১৪ জানুয়ারি সন্ধে ৬টা ৫৩ মিনিট থেকে ১৫ জানুয়ারি সন্ধে ৬টা ৫৩ পর্যন্ত।

Advertisement
গঙ্গাসাগর মেলা নিয়ে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর মেলা নিয়ে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস
  • পুণ্যার্থীদের সুবিধার্থে ২,২৫০টি সরকারি বাস, ৫০০ বেসরকারি বাস
  • ১১৫০টি সিসিটিভি ক্যামেরা, ২০টি ড্রোন থাকছে
  • এই সময়ে ৫ লক্ষ টাকা করে দুর্ঘটনার জন্য বিমা থাকছে

Gangasagar Mela 2023: নতুন বছরে গঙ্গাসাগর মেলা (Gangasara Mela 2023) নিয়ে যাবতীয় ব্যবস্থাপনা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বুধবার সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী জানান, ৮-১৭ জানুয়ারি হবে মেলা। এবছর মকর সংক্রান্তি ১৫ জানুয়ারি রবিবার রাত ২টো৫৩ মিনিটে। পুণ্যস্নানের সময় ১৪ জানুয়ারি সন্ধে ৬টা ৫৩ মিনিট থেকে ১৫ জানুয়ারি সন্ধে ৬টা ৫৩ পর্যন্ত। জানুয়ারি ১২, ১৩ ও ১৪ সন্ধ্যায় আরতি হবে।

গঙ্গাসাগর মেলার জন্য প্রস্তুতি (All arrangements for Gangasagar Mela 2023):
- পুণ্যার্থীদের সুবিধার্থে ২,২৫০টি সরকারি বাস, ৫০০ বেসরকারি বাস, ৪টি বার্জ, ৩২টি ভেসেল, ১০০টি লঞ্চ ও ২১টি জেটি ব্যবহার হবে। এগুলিতে জিপিএস ট্র্যাকিং হবে।
- পূর্ব রেল যাতে হাওড়া-শিয়ালদা-নামখানায় অতিরিক্ত ট্রেন চালানো হয় সেই অনুরোধ করেন মুখ্যমন্ত্রী।
- গঙ্গাসাগর মেলায় নজরদারির জন্য মেগা কন্ট্রোলরুম (Mega Control Room) করা হয়েছে। 
- ট্রাফিক সিস্টেম সুষ্ঠুভাবে পরিচালন করার জন্য ১১টি বাফার জোন, ১০টি পার্কিং জোন করা হয়েছে। 
- সিঙ্গেল টিকিটের ব্যবস্থা করা হয়েছে। অর্থায় এক টিকিটে পৌঁছানো যাবে গঙ্গাসাগর। সাগরবন্ধু থাকবে, যারা বাস যাত্রীদের সাহায্য করবে। 
- বিভিন্ন জায়গায় ক্যাম্পের ব্যবস্থা রাখা হয়েছে। পুলিশ বিভিন্ন জায়গায় ক্যাম্প করবে।
- ১১৫০টি সিসিটিভি ক্যামেরা, ২০টি ড্রোন থাকছে। ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম থাকছে।
- ২,১০০ সিভিল ডিফেন্স ও অন্যান্য ভলান্টিয়ার নিয়োগ করা হয়েছে।
- ১০টি অস্থায়ী ফায়ার স্টেশন ও ২৫টি দমকলের ব্যবস্থা থাকবে। 
- ভারত সেবাশ্রমের তরফে ৬,৫০০ ভলেন্টিয়ার থাকবে।
- এই সময়ে ৫ লক্ষ টাকা করে দুর্ঘটনার জন্য বিমা (Accidental Insurance) থাকছে। 
- সমুদ্র সৈকত পরিষ্কার রাখার জন্য ৩,০০০ কর্মী থাকবেন। ইকো ফ্রেন্ডলি মেলা করার উদ্যোগ। 
- ১০, ০০০ এর বেশি শৌচাগার থাকবে। ৭টি সলিড ওয়েস্ট মানাজেনমেন্ট থাকছে। প্লাস্টিক ফ্রি মেলা হবে।
- চিকিৎসার জন্য ৩০০ বেড। 
- স্বাস্থ্য-সড়ক পরিষেবা জোরদার করা হচ্ছে। ইন্টেন্সিভ কেয়ার, ফার্স্ট এড, নার্স, চিকিৎসক থাকবে। একটি এয়ার অ্যাম্বুলেন্স, ৪টি ওয়াটার অ্যাম্বুলেন্স ও ১০০টি অ্যাম্বুলেন্স ও পোস্ট মর্টেম ব্যবস্থাও থাকবে ২৪ ঘণ্টার জন্য।

Advertisement

দু'বছর করোনার কারণে গঙ্গাসাগরে ভিড়ের ভার খানিকটা কম ছিল। গতবছর করোনার মধ্যে ২০ লক্ষ পুণ্যার্থী উপস্থিত ছিলেন। এবছর রেকর্ড সংখ্যক ভিড় হবে বলে সম্ভাবনা। সেইমতোই ব্যবস্থা নিচ্ছে রাজ্য প্রশাসন। এদিন বৈঠকে ছিলেন কোস্ট গার্ড, সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ প্রশাসন থেকে নেতা-মন্ত্রীরা। ভারত মহারাজের সেক্রেটারি দিলীপ মহারাজ উপস্থিত ছিলেন।

সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী এদিন আরও ঘোষণা করেন, এ বছর কৃষকবন্ধু প্রকল্পের আওতায় ৭৯ লক্ষ কৃষকদের মোট ৫,০২৩ কোটি টাকার অর্থ সাহায্য করা হয়েছে। এদিন ৯১ লক্ষেরও বেশি কৃষককে ২,৫৫৫ কোটি টাকার অর্থ সাহায্য করার প্রকল্পের সূচনা করলেন তিনি। 

Advertisement