Gangasagar Mela 2026: রোবোট 'নুলিয়া', গঙ্গাসাগরে কেউ জলে ডুবলেই ২ সেকেন্ডে পৌঁছে যাবে

মকর সংক্রান্তি ও মেলা উপলক্ষে পুণ্য়ার্থীরা ভিড় জমাচ্ছেন গঙ্গাসাগরে। ১০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে মেলা। এ বছর গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে অনেক অত্যাধুনিক প্রযুক্তিতে নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। এর মধ্যে একটি হল 'লাইফবয় ওয়াটার ড্রোন'। বিষয়টি কী? 

Advertisement
রোবোট 'নুলিয়া', গঙ্গাসাগরে কেউ জলে ডুবলেই ২ সেকেন্ডে পৌঁছে যাবেপ্রতীকী ছবি

মকর সংক্রান্তি ও মেলা উপলক্ষে পুণ্য়ার্থীরা ভিড় জমাচ্ছেন গঙ্গাসাগরে। ১০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে মেলা। এ বছর গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে অনেক অত্যাধুনিক প্রযুক্তিতে নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। এর মধ্যে একটি হল 'লাইফবয় ওয়াটার ড্রোন'। বিষয়টি কী? 

পুণ্যস্নানে গিয়ে ভেসে যাওয়া বা ডুবে যাওয়া পুণ্যার্থীকে সহজেই উদ্ধার করবে রিমোটচালিত এই 'লাইফবয় ওয়াটার ড্রোন'। দিনভর অতন্দ্র প্রহরী এই ড্রোনের বিশেষত্ব হল ক্লান্তিহীন। এই ওয়াটার ড্রোনটি অলিম্পিক সাঁতারুদের চেয়েও প্রায় তিন গুণ বেশি গতিতে (প্রতি সেকেন্ডে ৭ মিটার) সাঁতার কাটতে পারে। মকর সংক্রান্তিতে বঙ্গোপসাগরের বুকে দিনভর প্রহরা দেবে এই ড্রোন। ১০-১৭ জানুয়ারি পর্যন্ত মোতায়েন রাখা হবে।

কীভাবে কাজ করবে 'লাইফবয় ওয়াটার ড্রোন'?
'লাইফবয় ওয়াটার ড্রোন' প্রায় ১০০০ কিলোগ্রাম বা ১ টন পর্যন্ত ওজন টেনে আনতে সক্ষম। একাধিক ডুবন্ত মানুষ বা ছোটখাটো গাড়িকেও এটি জল থেকে উদ্ধার করে তুলে আনতে পারে। 

ড্রোনটিতে রয়েছে ১০৮০পি এইচডি ক্যামেরা ও জিপিএস ট্র্যাকার। এই ড্রোনটির ব্যাটারি ১৫ শতাংশের নীচে নামলে বা সিগন্যাল হারিয়ে গেলে নিজে থেকেই উৎক্ষেপণস্থলে ফিরে আসবে। আবার কেউ ভেসে গেলে মাত্র ২ সেকেন্ডের মধ্যে উদ্ধারকাজ শুরু করতে পারবে। শুধু রোবটটি ধরে রাখতে হবে।

রাজ্যের তরফে পুণ্যার্থীদের সুরক্ষায় এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। এছাড়াও, মোতায়েন থাকছে প্রায় ২,৫০০ স্বেচ্ছাসেবক, এনডিআরএফ (NDRF), এসডিআরএফ (SDRF) এবং কোস্ট গার্ড।

POST A COMMENT
Advertisement