Ghatal Durga Puja: ঘাটালে প্যান্ডেলও ভাসছে! না না, এটাই পুজোর থিম, VIRAL

ফি বছর বর্ষায় বানভাসি হয় ঘাটাল। রাস্তাঘাট, বাড়িঘর, স্কুল ডুবে যায়। জলমগ্ন ঘাটালে যন্ত্রণায় দিন কাটান এলাকাবাসী। সেই বিষয়টিকেই এবার থিম ভাবনায় নিয়ে এল ঘাটালের দাসপুরের একটি পুজো কমিটি। অভিনব ভাবনার সেই প্যান্ডেল কীভাবে তৈরি হচ্ছে?

Advertisement
ঘাটালে প্যান্ডেলও ভাসছে! না না, এটাই পুজোর থিম, VIRALঘাটালের পুজো মণ্ডপ
হাইলাইটস
  • বানভাসি ঘাটালে ভাসছে পুজ প্যান্ডেলও
  • অভিনব থিম ভাবনা ঘাটালের দাসপুর
  • কীভাবে তৈরি হচ্ছে মণ্ডপ?


বর্ষা মানেই জলের তলায় ঘাটাল। নাগাড়ে  বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা বন্যার কবলে পড়ে প্রতিবছরই। মাস্টার প্ল্যানের বাস্তবায়ন নিয়ে অপেক্ষায় ধৈর্য্য হারিয়েছেন সে অঞ্চলের মানুষজন। সেই জলযন্ত্রণাকেই এবার পুজোর থিমে রূপান্তরিত করল ঘাটাল মহকুমার দাসপুর দুই নম্বর ব্লকের কিসমত খানজাপুর সর্বজনীন পুজো কমিটি। 

এ বছরও বর্ষার মরশুমে বানভাসি হয় ঘাটাল। বন‍্যা ও বৃষ্টির জমে থাকা জল কবে নামবে তা নিয়ে চিন্তায় পড়ে যান পুজো উদ্যোক্তারা। প্রতিকূল আবহাওয়ার মাঝে পুজোর প্রস্তুতি কীভাবে হবে, তা নিয়ে প্রশ্ন ছিল। তবে সেই প্রশ্নের উত্তর নিজেরাই খুঁজে নেন উদ্যোক্তারা। যে জল যন্ত্রণার মূল কারণ, সেই জলের উপরই অভিনব মণ্ডপ তৈরি হল ঘাটালে। ঠিক যেন প্রতিকূলতাকেই চোঙে আঙুল দিয়ে দেখানোর চেষ্টা। 

ঘাটাল মহকুমার দাসপুর দুই নম্বর ব্লকের কিসমত খানজাপুর সর্বজনীন পুজো কমিটির থিম ভাবনার নাম রাখা হয়েছে, 'নৌকাবিহার'। জমা জলের উপর দ্বিতীয় হুগলি সেতু তৈরি করা হচ্ছে ঘাটালের এই মণ্ডপে। সেতুর ওপারে নদীর উপর তৈরি হচ্ছে নৌকা। আর সেই নৌকার উপর থাকবে মা দুর্গার মূর্তি। সেটিই আস্ত একটি প্যান্ডেল। দূর থেকে দেখলে মনে হবে, সেতুর উপর পালতোলা নৌকায় দেবী দুর্গা সপরিবারে নৌকাবিহারে বেরিয়েছেন। অপূর্ব এই ভাবনা এ বছর দর্শকদের আকর্ষণ করবে বলেই আশাবাদী পুজো কমিটির কর্তারা। 

১৫ তম বর্ষে ঘাটালের মানুষের জলযন্ত্রণাকে হাতিয়ার করে তৈরি পুজোর থিম গড়ে চমক দেওয়ার আসায় দাসপুরের এই ক্লাব। তাদের এবারের বাজেট ১৩ লক্ষ টাকা। ইতিমধ্যেই সাড়া পেতে শুরু করেছে এই ক্লাব। দর্শকরা পুজো মণ্ডপের রুট জানতে চেয়ে সোশ্যাল মিডিয়ায় আগ্রহ প্রকাশ করতে শুরু করেছেন। ফলে পুজোর ক'টা দিন মানুষের ঢল নামবে বলেই মনে করছেন উদ্যোক্তারা। 

 

POST A COMMENT
Advertisement