ঘাটাল মাস্টার প্ল্যানকে ঘিরে নতুন জটিলতা দেখা দিয়েছে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে। চন্দ্রেশ্বর খাল কাটার উদ্যোগের বিরুদ্ধে পথে নেমেছেন স্থানীয় কৃষকরা। তাঁদের আশঙ্কা, এই প্রকল্পের কারণে তাঁদের চাষের জমি নষ্ট হবে এবং ঘাটালের জলাবদ্ধতা সরানোর জন্য দাসপুর প্লাবিত হবে। তাই তাঁরা একজোট হয়ে আন্দোলন শুরু করেছেন।
মহিলাদের প্রতিবাদ মিছিল
মঙ্গলবার দাসপুরের রাস্তায় পোস্টার হাতে মিছিল করেন মহিলারা। তাঁদের পোস্টারে লেখা ছিল— "নিজেদেরকে ডুবিয়ে ঘাটালকে বাঁচাতে পারবো না, তাই খাল কাটতে জমি দিতে পারব না।" এর আগেও তাঁরা একাধিকবার প্রশাসনের কাছে আপত্তি জানিয়েছিলেন, কিন্তু কোনো আশ্বাস না পাওয়ায় তাঁরা প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন।
কৃষকদের স্পষ্ট বার্তা: জমি দেব না
চন্দ্রেশ্বর নদী খনন প্রতিবাদী কমিটি গঠন করে কৃষকরা জানিয়ে দিয়েছেন, প্রশাসনিক আধিকারিকরা যতবারই আলোচনায় আসুক, তাঁরা জমি দেবেন না। তাঁদের দাবি, ঘাটালের বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য দাসপুরকে বিপদের মুখে ঠেলে দেওয়া ঠিক নয়। কৃষকদের বক্তব্য, এই খাল কাটলে তাঁদের কৃষি জমি চিরতরে নষ্ট হয়ে যাবে এবং জীবিকা সংকটে পড়বে।
BJP-এর কটাক্ষ
ঘাটাল মাস্টার প্ল্যান ঘিরে জমি জটিলতার সুযোগ নিয়ে রাজ্যের শাসক দল TMC-কে কটাক্ষ করেছে বিজেপি। দলের বিধায়ক শীতল কপাট বলেন, "এটা TMC-র ব্যর্থতা। কৃষকদের সঙ্গে কথা না বলে প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে সরকার এখন সমস্যায় পড়েছে।"
দেবের মাস্টার প্ল্যানের ভবিষ্যৎ কি?
ঘাটাল মাস্টার প্ল্যান সফল করতে সাংসদ দেব কী পদক্ষেপ নেন, সেটাই এখন দেখার বিষয়। তবে জমি অধিগ্রহণ নিয়ে কৃষকদের অনড় অবস্থান প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এখন দেখার, সরকার কীভাবে এই সমস্যার সমাধান করে এবং প্রকল্প রূপায়ণ সম্ভব হয় কি না।
সংবাদদাতা- শাহজাহান আলি