চামচ গরম করে শিশুকন্যার সারা শরীরে ছ্যাঁকা দেওয়া হল। এমনই নির্মম ঘটনার সাক্ষী হল মালদা। শিশুর উপর এমন অমানবিক অত্যাচার করার অভিযোগ উঠেছে তার কাকিমার বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেছে শিশুর পরিবার।
পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার গান্ধি পার্ক এলাকায়।
শিশুটির বাবা ও মা জানিয়েছেন, খেলা নিয়ে গোলমাল বেধেছিল। তার জেরেই শিশুটির সারা শরীরে গরম চামচের ছ্যাঁকা দেওয়া হয়।
এই ঘটনায় পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ। অভিযুক্তের গ্রেফতারের দাবিতে সোচ্চার হয়েছেন গ্রামের মহিলারাও। এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। এই নিয়ে সরব হয়েছে বিজেপি। শিশু সুরক্ষা কমিটিতে গিয়ে লিখিত অভিযোগ জানাতে তৃণমূলের তরফে বলা হয়েছে পরিবারকে।
শিশুটির মা বলেন, 'গরম চামচ দিয়ে ছ্যাঁকা দিয়েছে আমার মেয়েকে। বাধা দিতে গেলে আমাকেও দিয়েছে। এই নিয়ে ৪ বার মারল। আমার দেওরের বউকে গ্রেফভতার করা হোক।' এক প্রতিবেশী বলেন, 'বাচ্চার কাকিমা মেরেছে। গরম চামচ দিয়ে ছ্যাঁকা দিয়েছে।
আমরা চাই কাকিমাকে গ্রেফতার করা হোক।'
স্থানীয়ট সূত্রে জানা গিয়েছে, অন্য বাচ্চাদের সঙ্গে খেলছিল শিশুকন্যাটি। খেলা ঘিরে গোলমাল বাধে। তার জেরেই শিশুকন্যার সারা শরীরে গরম চামচের ছ্যাঁকা দেন বলে অভিযোগ উঠেছে কাকিমার বিরুদ্ধে। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
অন্য দিকে, ফের মারধরের ঘটনা ঘটল রাজ্যে। এবার ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং। এক স্কুলছাত্রীকে ভুল বুঝিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে এক বাইক চালকের বিরুদ্ধে। ওই বাইক চালককে পাকড়াও করে মারধর করার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
পুলিশ সূত্রে খবর, ক্যানিংয়ের দিঘিরপাড় গ্রাম পঞ্চায়েতের কাঠপোল এলাকার ঘটনা। জানা গিয়েছে, সোমবার দুপুরে ক্যানিংয়ের একটি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী একা বাড়ি ফিরছিল। সেই সময় তার রাস্তা আটকায় এক বাইক চালক। ওই ছাত্রীকে বাড়ি পৌঁছে দেবেন বলে জোরাজুরি করেন ওই চালক। সেই সময়ই স্থানীয়রা বিষয়টি দেখে হস্তক্ষেপ করেন। যুবকের কথায় অসঙ্গতি মেলায় তাঁকে ধরে মারধর করা হয় বলে অভিযোগ।