scorecardresearch
 

বাংলার জন্য সুখবর, দক্ষিণ ভারত যাওয়ার স্পেশাল ট্রেনের মেয়াদ আরও বাড়ল

দক্ষিণভারতগামী ট্রেনগুলিতে ভিড়ে জায়গা না পাওয়া যাওয়াতে। যাত্রী ভিড়ে ট্রেনের টিকিট মিলছে না। এই সমস্যার সমাধানে এগিয়ে আসল ভারতীয় রেল। পশ্চিমবঙ্গের যাত্রীদের জন্য একেবারেই সুখবর। কারণ সময়সীমা পেরিয়ে যাওয়ার পর আবারও স্পেশাল ট্রেন পরিষেবা চালু রাখার পরিকল্পনা রেলের।

Advertisement
বাংলার জন্য সুখবর, দক্ষিণ ভারত যাওয়ার স্পেশাল ট্রেনের মেয়াদ আরও বাড়ল বাংলার জন্য সুখবর, দক্ষিণ ভারত যাওয়ার স্পেশাল ট্রেনের মেয়াদ আরও বাড়ল

পশ্চিমবঙ্গের উপর দিয়ে মোট তিনটি হায়দ্রাবাদগামী স্পেশাল ট্রেন আপাতত চলাচল করছে। সেই ট্রেনগুলির সময়সীমা বৃদ্ধি করেছে রেল। শুরু হয়েছে ট্রেনগুলিতে বুকিং। ফলে দক্ষিণ ভারত যাওয়ার সমস্যা আর রইল না। চেন্নাই বা বেঙ্গালুরু যেতে হলে এই ট্রেনেই যাওয়া যাবে। বাকিটা ওই স্টেশনগুলিতে গিয়ে ট্রেন বদল করে নিলেই হবে। নতুবা বাস বা অন্য গাড়িতেও খুব অল্প সময়ে পৌঁছে যাওয়া যাবে গন্তব্যে। 

দক্ষিণভারতগামী ট্রেনগুলিতে ভিড়ে জায়গা না পাওয়া যাওয়াতে। যাত্রী ভিড়ে ট্রেনের টিকিট মিলছে না। এই সমস্যার সমাধানে এগিয়ে আসল ভারতীয় রেল। পশ্চিমবঙ্গের যাত্রীদের জন্য একেবারেই সুখবর। কারণ সময়সীমা পেরিয়ে যাওয়ার পর আবারও স্পেশাল ট্রেন পরিষেবা চালু রাখার পরিকল্পনা রেলের।

রেলের পক্ষ থেকে এই তিনটি হায়দ্রাবাদগামী স্পেশাল ট্রেনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে

১. ০৭০৪৬/০৭০৪৭ সেকেন্দ্রাবাদ-ডিব্রুগড়-সেকেন্দ্রাবাদ স্পেশাল।

২. ০৭০৫১/০৭০৫২ হায়দ্রাবাদ-রক্সৌল-হায়দ্রাবাদ স্পেশাল।

৩. ০৭০৩০/০৭০২৯ সেকেন্দ্রাবাদ – আগরতলা – সেকেন্দ্রাবাদ স্পেশাল।

সেকেন্দ্রাবাদ – ডিব্রুগড় স্পেশালটি প্রতি সোমবার চলবে। ০৪ ডিসেম্বর ২০২৩ থেকে ২৯ জানুয়ারি ২০২৪ পর্যন্ত। ০৭০৪৭ ডিব্রুগড়ের মধ্যে সেকেন্দ্রাবাদ থেকে ছাড়বে – সেকেন্দ্রাবাদ স্পেশালটি প্রতি বৃহস্পতিবার। ৭ ডিসেম্বর ২০২৩ থেকে ০১ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত চলবে। ০৭০৫১ হায়দ্রাবাদ – রাক্সৌল স্পেশালটি প্রতি শনিবার ছাড়বে। ০২ ডিসেম্বর ২০২৩ থেকে ২৭ জানুয়ারি ২০২৪ পর্যন্ত। ০৭০৫২ রক্সৌল – হায়দ্রাবাদ স্পেশাল প্রতি মঙ্গলবার ছাড়বে। ০৫ ডিসেম্বর ২০২৩ থেকে ৩০ জানুয়ারি ২০২৪ পর্যন্ত চলবে।

০৭০৩০ সেকেন্দ্রাবাদ – আগরতলা স্পেশালটি প্রতি সোমবার ছাড়বে।০৪ ডিসেম্বর ২০২৩ থেকে ২৯ জানুয়ারি ২০২৪ পর্যন্ত।
০৭০২৯ আগরতলা – সেকেন্দ্রাবাদ স্পেশালটি প্রতি শুক্রবার ছাড়বে। ০৮ ডিসেম্বর২০২৩ থেকে ২ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত চলবে। সাপ্তাহিক স্পেশাল ট্রেনের বুকিং ইতি মধ্যে শুরু হয়েছে।

Advertisement

 

Advertisement