আগামী ২-৩ ঘণ্টায় হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা সহ কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর (IMD)। মঙ্গলবার, ৩ অক্টোবর সকাল ১১:৪৫ থেকে মুষলধারে বৃষ্টি শুরু হবে বলে মনে করা হচ্ছে। এর ফলে উল্লেখিত জেলার নিচু এলাকাগুলিতে জল দাঁড়িয়ে যেতে পারে।
বর্ষা এখনও দক্ষিণবঙ্গে চোখ রাঙাচ্ছে। নয়া আপডেটে মাঝারি বৃষ্টিপাতের জন্য অ্যালার্ট জারি করেছে IMD।
বৃষ্টির ফলে কলকাতা এবং এর আশেপাশের এলাকায় স্বাভাবিক যান চলাচল ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। যাত্রীদের তাই এই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে।
সোমবার রাতভর বৃষ্টি
এমনিতেই সোমবার রাতভর রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতরের আধিকারিকদের আশঙ্কা, এই হারে বৃষ্টি চললে একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। ইতিমধ্যেই সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করেছে রাজ্য প্রশাসন। বিভিন্ন জেলার আধিকারিকদের নির্দেশিকা পাঠিয়েছে নবান্ন।
ডিভিসি জল ছাড়ছে
বৃষ্টিতে জলস্তর বৃদ্ধির কারণে ডিভিসি থেকে দফায় দফায় জল ছাড়া হচ্ছে। এর ফলে পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, নদিয়া-সহ মোট সাত জেলাতে বন্যা পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে। আপাতত বুধবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফলে আরও বেশি জল ছাড়তে বাধ্য হতে পারে ডিভিসি।
নিম্নচাপ এখন কোথায়?
আপাতত নিম্নচাপ ঝাড়খণ্ডের কাছে অবস্থান করছে। ফলে রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে এর প্রভাব সবচেয়ে বেশি পড়বে। আগামী ২৪ ঘণ্টায় সেই নিম্নচাপ সরার সম্ভাবনা নেই। এর পাশাপাশি ঘূর্ণাবর্তও সৃষ্টি হচ্ছে। সেই কারণে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়ছে।
মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়ায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও ঝাড়গ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গ
জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারের কিছু স্থানে অতিভারী বৃষ্টিপাত হতে পারে।