Heavy Rainfall Alert: চতুর্থীতে ফের নিম্নচাপ, পঞ্চমী থেকেই অতিভারী বৃষ্টির পূর্বাভাস

দ্বিতীয়ায় প্রবল বৃষ্টিতে ব্যাহত জনজীবন। তৃতীয়াতে চলবে বৃষ্টি। এরই পিছনে রয়েছে আরও একটি নিম্নচাপ। চতুর্থী অর্থাৎ ২৫ সেপ্টেম্বর বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে। পঞ্চমীতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।

Advertisement
চতুর্থীতে ফের নিম্নচাপ, পঞ্চমী থেকেই অতিভারী বৃষ্টির পূর্বাভাসআবহাওয়ার খবর

দ্বিতীয়ায় প্রবল বৃষ্টিতে ব্যাহত জনজীবন। তৃতীয়াতে চলবে বৃষ্টি। এরই পিছনে রয়েছে আরও একটি নিম্নচাপ। চতুর্থী অর্থাৎ ২৫ সেপ্টেম্বর বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে। পঞ্চমীতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।

চতুর্থীতে নিম্নচাপ, পঞ্চমীতে বৃষ্টি
মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, ২৬ সেপ্টেম্বর নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। যার ফলে দক্ষিণবঙ্গে প্রবল ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। ২৬ সেপ্টেম্বর দক্ষিণ ওড়িশা-উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে উত্তর-পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। ২৭ সেপ্টেম্বর নাগাদ এটি দক্ষিণ ওড়িশা-উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।

২৪ সেপ্টেম্বর কেমন থাকবে আবহাওয়া?
দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলায় এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গের বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার এক বা দু'টি জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

চতুর্থী থেকে কোন কোন জেলায় বৃষ্টি?
দক্ষিণবঙ্গের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সেই সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়া বইবে।এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলার বজ্রপাত এবং ঝোড়ো হাওয়া ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে বৃষ্টিপাত হবে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে এক বা দু'টি জায়গায় ভারী বৃষ্টিপাত।

পঞ্চমী থেকে দশমী পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দ্বিতীয়ায় রাতভর ভারী বৃষ্টিতে থমকে যায় পুজোর সমস্ত প্রস্তুতি। আজ দিনভর বৃষ্টি চলবে। আগামিকালও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরপর পঞ্চমী, ২৬ সেপ্টেম্বর থেকে ফের ভারী বৃষ্টি শুরু হতে চলেছে। দশমী পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মৎস্যজীবীদের গভীর সমুদ্র থেকে ফিরে আসতে বলা হয়েছে। উপকূলবর্তী এলাকার বাসিন্দাদেরও জরুরি কাগজপত্র গুছিয়ে রাখতে বলা হয়েছে। প্রসাশনের তরফ মাইকিং করে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

Advertisement

POST A COMMENT
Advertisement