scorecardresearch
 

Hiran Chattopadhyay: কেশপুরে রাস্তায় আগুন, বাঁশ-লাঠি নিয়ে হিরণকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ

ভোটের সকালেই উত্তপ্ত হল কেশপুর। ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের গাড়ির সামনে তুমুল বিক্ষোভ শুরু করল তৃণমূলের কর্মী সমর্থকরা। তাঁদের অভিযোগ, অশান্তি তৈরির চেষ্টা করছেন বিজেপির প্রার্থী। যেকারণেই তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখালেন তৃণমূল সমর্থকরা। 

Advertisement
রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ কেশপুরে। ফাইল ছবি রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ কেশপুরে। ফাইল ছবি
হাইলাইটস
  • ভোটের সকালেই উত্তপ্ত হল কেশপুর।
  • ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের গাড়ির সামনে তুমুল বিক্ষোভ শুরু করল তৃণমূলের কর্মী সমর্থকরা।

ভোটের সকালেই উত্তপ্ত হল কেশপুর। ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের গাড়ির সামনে তুমুল বিক্ষোভ শুরু করল তৃণমূলের কর্মী সমর্থকরা। তাঁদের অভিযোগ, অশান্তি তৈরির চেষ্টা করছেন বিজেপির প্রার্থী। যেকারণেই তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখালেন তৃণমূল সমর্থকরা। 

অভিযোগ, রাস্তায় আগুন জ্বালিয়ে  চন্দ্রকোনা মেদিনীপুর রাজ্য সড়কে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণকে আটকানোর চেষ্টা করে তৃণমূল সমর্থকরা। নেতৃত্ব দেয় কেশপুর ব্লকের ৫ নম্বর অঞ্চলের তৃণমূলের সভাপতি শেখ হাসানুর জামান। রাস্তায় আগুন লাগিয়ে অবরোধ করা হয়।

শনিবার সকালে ঘাটাল লোকসভার কেশপুরের আনন্দপুর থানার খেড়িয়াবালি এলাকায় দীর্ঘক্ষণ বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মী সমর্থকরা। এই বিক্ষোভ ঘিরে তুমুল অশান্তি ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। এদিন সকাল থেকেই বুথে বুথে ঘুরছেন ঘাটালের বিজেপি প্রার্থী। তাঁর দাবি, ১৮২টি বুথে বিজেপির এজেন্টকে বসতে দেওয়া হয়নি। 

আরও পড়ুন

নির্বাচন কমিশনের বিরুদ্ধেও এদিন ক্ষোভ উগরে দিয়ে হিরণ বলেন, "পঞ্চায়েত ভোটের থেকেও খারাপ অবস্থা! এটাই কি 'শ্রেষ্ঠ' নির্বাচন করাচ্ছে কমিশন?" পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী তৃণমূলের কাছে বিক্রি হয়ে গেছে বলেও অভিযোগ করেছেন ঘাটালের তৃণমূল প্রার্থী। 

শুক্রবার রাত থেকে তৃণমূলের ইন্ধনে রাজ্য পুলিশ বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর করেছে বলে দাবি করেছেন হিরণ চট্টোপাধ্যায়। এই ইস্যুতে কেশপুর, আনন্দপুরের দুই ওসিকে কাঠগড়ায় তুলেছেন তিনি। তাঁর অভিযোগ, তৃণমূলকে জেতানোর জন্যে দায়িত্ব নিয়েছেন এঁরা। বিজেপির পোলিং এজেন্টের বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি তাঁর। 

 

Advertisement