HMPV নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই, জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার গঙ্গাসাগর থেকে ফেরেন মুখ্যমন্ত্রী। ডুমুরজলা হেলিপ্যাডে সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে বলেন, 'এই ভাইরাস নিয়ে চিন্তার কোনও কারণ নেই। কোনও উদ্বেগের বিষয় থাকলে আমরা জানিয়ে দেব। মুখ্যসচিব আজও বৈঠক করেছেন। যতটা জানা গিয়েছে সেই মোতাবেক এই ভাইরাস মারাত্মক কোনও বিষয় নয়।' হিউমান মেটানিউমো ভাইরাস নিয়ে সাধারণ মানুষকে আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী।
রাজ্যবাসীকে আশ্বাস দেওয়ার পাশাপাশি এদিন 'বেসরকারি অসাধু চক্রে'র বিষয়েও সাবধান করে দেন মুখ্যমন্ত্রী। বলেন, 'কিছু বেসরকারি অসাধু চক্র সাধারণ মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে। মোটা টাকা বিল করছে। এটা ঠিক নয়। আমরা স্বাস্থ্য সাথী কার্ড তৈরি করেছি সাধারণ মানুষের সুচিকিৎসার জন্য। কিন্তু সাধারণ জ্বরেও মোটা টাকা বিল করছে।'
উল্লেখ্য, সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাও HMPV ভাইরাস নিয়ে দেশবাসীকে আশ্বস্ত করেন। তিনি বলেন, 'কেন্দ্রীয় সরকার পরিস্থিতির দিকে নজর রাখছে। আতঙ্কের কোনও কারণ নেই।'
চিনে হাসপাতালগুলিতে থিকথিকে ভিড়ের ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভারতে এখনও পর্যন্ত ৫ জন শিশুর শরীরে এই ভাইরাসে হদিশ মিলেছে। এরমধ্যে এক শিশু কলকাতার।
বিশেষজ্ঞরা বলছেন, সম্প্রতি চিনে সংক্রমণ বৃদ্ধির রিপোর্ট এলেও, এটি কোনও নতুন ভাইরাস নয়। ২০০১ সালে এই ভাইরাসটি প্রথম শনাক্ত করা হয়েছিল। তারপর থেকে বিশ্বজুড়েই রয়েছে এই ভাইরাস।
ভারতেও আপাতত হাতে গোনা কয়েকটি ক্ষেত্রে এই ভাইরাসের সংক্রমণের খবর মিলেছে। মঙ্গলবার মহারাষ্ট্রে দুই শিশুর শরীরে HMPV মিলেছেI এদের মধ্যে একজনের বয়স ৭ ও আরেকজনের ১৪। সব মিলিয়ে দেশে ৭টি HMPV পজিটিভ কেস মিলেছে। HMPV কোনও নতুন ভাইরাস নয়। ইতিমধ্যেই অ্যাডভাইজারি জারি করা হয়েছে।