'জন গণ মন' জাতীয় সঙ্গীত! ২০১১ সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই গান রচনা করেছেন! এই গান রচিত হয়েছে তৃণমূল সরকারের প্রতিষ্ঠা দিবসে! মঞ্চে দাঁড়িয়ে এমন কথাই বললেন এক তৃণমূল নেতা নারায়ণ চন্দ্র পাঁজা। এমনকী 'কারার ওই লৌহ কপাট' গানের রচয়িতা হিসেবেও উল্লেখ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের নাম। ঘটনা ঘইরে হইচই পড়ে গিয়েছে হুগলির গোঘাটে।
ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ সভার আয়োজিত হয়েছিল হুগলির গোঘাটে। সেই মঞ্চেই এই ধরনের বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন নারায়ণ চন্দ্র পাঁজা। তিনি গোঘাট-১ পঞ্চায়েত সমিতির সহ সভাপতিও বটে। ভিনরাজ্যে বাঙালি আক্রমণ থেকে ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যজুড়ে পথে নেমেছে তৃণমূল। গোঘাটে সেই ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে সভা চলছিল। সেখানেই বক্তব্য রাখার সময় বাঙালির ইতিহাস স্মরণ করতে গিয়ে কার্যত ল্যাজেগোবরে অবস্থা হল তৃণমূল নেতার। যদিও পরে ওই নেতা নারায়ণ চন্দ্র পাঁজা দাবি করেন, 'ভুলবশত হয়ে গিয়েছে। ভুল তথ্য বলার জন্য ক্ষমাপ্রার্থী।'
যদিও এই ঘটনাকে ঘিরে তৃণমূলকে বিঁধতে ছাড়েনি BJP। পুরুশুরার BJP বিধায়ক বিমান ঘোষের বক্তব্য, 'বাঙালিদের বাংলা ভাষা নিয়ে নাটক শুরু করেছে তৃণমূল। বাঙালিদের সংস্কৃতি সম্পর্কেই জানে না এরা। কবে জাতীয় সঙ্গীত রচনা হয়েছিল সেটাই জানেন না তৃণমূল নেতারা।'
রিপোর্টার: রাহি হালদার