Ramendu sinha roy: 'দলের ক্ষতি করতে চাইলে হাত কেটে দেব', TMC বিধায়কের মন্তব্যে জোর বিতর্ক

তৃণমূলের পতাকায় যদি হাত পড়ে, দলের যদি কেউ কোনও ক্ষতি করতে চায় তাহলে তার হাত কেটে দেবো। ভরা সভায় এই পরামর্শ দিলেন তৃণমূলের বিধায়ক রামেন্দু সিংহ রায়। দলের কর্মীদের এমন পরামর্শ দেওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Advertisement
'দলের ক্ষতি করতে চাইলে হাত কেটে দেব', TMC বিধায়কের মন্তব্যে জোর বিতর্করামেন্দু সিংহ রায়
হাইলাইটস
  • তৃণমূলের পতাকায় যদি হাত পড়ে, দলের যদি কেউ কোনও ক্ষতি করতে চায় তাহলে তার হাত কেটে দেবো।

তৃণমূলের পতাকায় যদি হাত পড়ে, দলের যদি কেউ কোনও ক্ষতি করতে চায় তাহলে তার হাত কেটে দেবো। ভরা সভায় এই পরামর্শ দিলেন তৃণমূলের বিধায়ক রামেন্দু সিংহ রায়। দলের কর্মীদের এমন পরামর্শ দেওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই তৃণমূল বিধায়কের বিতর্কিত মন্তব্য ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এরই সঙ্গে SIR থেকে বাঁচতে তৃণমূলের পতাকা ধরা এবং মুখ্যমন্ত্রী ও অভিষেক ব্যানার্জির সমাবেশে যাওয়ার পরামর্শ দিয়েছেন হুগলির তারকেশ্বরের তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়।     

SIR-এর বিরোধিতায় রবিবার, ২ নভেম্বর  তারকেশ্বরের সন্তোষপুর পঞ্চায়েত এলাকায় মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয় বিধায়ক রামেন্দু সিংহ রায়ের নেতৃত্বে। সেই সভা থেকে SIR নিয়ে কী কী করনীয় বা কীভাবে দল সাধারণ মানুষের পাশে থাকবে তা নিয়ে বক্তব্য রাখেন তৃণমূল নেতা-কর্মীরা। পাশাপাশি SIR নিয়ে বিজেপিকে নিশানা করেন বিধায়ক রামেন্দু সিংহ রায়। তারকেশ্বরের বিধায়ক পথসভা থেকে বলেন, আমাদের পতাকার মাঝে তোমাদেরও পতাকা আছে। আমাদের ছেলেরা সুশিক্ষিত, মহিলারা অত্যন্ত নিয়ন্ত্রিত। তোমাদের একটা পতাকাতেও হাত দেয় নি। কিন্তু এর পরে যদি একটাও তৃনমূল এর পতাকায় হাত পরে তাহলে যে হাত দেবে সেই হাতটা কেটে দেবো। বিধায়ক আরও বলেন, আমি চিরকাল তারকেশ্বর এর উন্নয়নের জন্য কাজ করেছি। এবার যদি কেউ দলের ক্ষতি করার চেষ্টা করে তাহলে সেই কাজটাও করবো, যে হাত এই পতাকায় পড়বে সেই হাত আমরা চিরকালের মতো কেড়ে নেবো। এই বলে সাবধান করলাম। 

পাশাপাশি তিনি আরো বলেন, যদি তোমার বিজেপি সরকার নির্বাচন কমিশনের মাধ্যমে বাংলার একটাও প্রকৃত ভোটারকে বাদ দিয়ে তাদের বিদেশি বানায় তাহলে বাংলার বুকে আবার ও বিনয় বাদল দীনেশ তৈরি হবে। এবং মাস্টার দা সূর্য সেন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে স্বাধীনতা সংগ্রামের পথ প্রশস্ত করেছিল।প্রয়োজনে দিল্লিতে যমুনা নদীর তীরে আবার যুদ্ধ সংগঠিত হবে এবং এই বাঙালিরাই লড়বে। বিধায়কের বক্ত্যব প্রসঙ্গে বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলা সম্পাদক তারাকনাথ সাউ বলেন, উনি একজন বিধায়ক হয়ে কী করে বলতে পারেন হাত কেটে নেবো? উনি কি আইন প্রশাসন সবার ঊর্ধ্বে ? প্রকাশ্য উনি এই ধরনের বিবৃতি দিয়ে একটা গণ্ডগোল পাকানোর চেষ্টা করছেন । আপনাদের পতাকা আপনারা নিজেরা পুড়িয়ে অন্যদের নামে দোষ দিচ্ছেন, এগুলো আপনাদের গোষ্ঠীদ্বন্দ্বের ফল।

Advertisement

 

রিপোর্টারঃ রাহি হালদার
 

POST A COMMENT
Advertisement