2002 Voter List: ২০০২ সালের ভোটার লিস্টে নাম খুঁজবেন কীভাবে? বাংলায় SIR র আগে জানুন
আজই বাংলায় ঘোষণা হতে পারে SIR বা ভোটার তালিকার নিবিড় সংশোধন। বিকেল ৪টে ১৫ মিনিট থেকে সাংবাদিক সম্মেলন শুরু করবে নির্বাচন কমিশন। সেখানেই বাংলা সহ ১০ রাজ্যে SIR ঘোষণা হতে পারে বলে খবর। এর মাধ্যমে ভোটার তালিকাকে বিশুদ্ধ করা হবেই কমিশনের দাবি। তাই তারা ভোটার তালিকায় নাম রাখার জন্য বিহারের মতোই ১১টি নথি চাইতে পারে বলে জানা যাচ্ছে। তবে যাঁদের নাম ২০০২ সালের ভোটার লিস্টে রয়েছে, তাঁদের আর নতুন করে ডকুমেন্ট দেওয়ার প্রয়োজন নেই। এখন প্রশ্ন হল, ঠিক কীভাবে ২০০২ সালের ভোটার তালিকায় নিজের নাম খুঁজবেন? সেই উত্তর জানতে পড়ুন নিবন্ধটি।
২০০২ সালের ভোটার লিস্ট- কলকাতা,
- 27 Oct 2025,
- (Updated 27 Oct 2025, 9:58 AM IST)
হাইলাইটস
- আজই বাংলায় ঘোষণা হতে পারে SIR বা ভোটার তালিকার নিবিড় সংশোধন
- যাঁদের নাম ২০০২ সালের ভোটার লিস্টে রয়েছে, তাঁদের আর নতুন করে ডকুমেন্ট দেওয়ার প্রয়োজন নেই
- কীভাবে ২০০২ সালের ভোটার তালিকায় নিজের নাম খুঁজবেন?
আজই বাংলায় ঘোষণা হতে পারে SIR বা ভোটার তালিকার নিবিড় সংশোধন। বিকেল ৪টে ১৫ মিনিট থেকে সাংবাদিক সম্মেলন শুরু করবে নির্বাচন কমিশন। সেখানেই বাংলা সহ ১০ রাজ্যে SIR ঘোষণা হতে পারে বলে খবর। এর মাধ্যমে ভোটার তালিকাকে বিশুদ্ধ করা হবেই কমিশনের দাবি। তাই তারা ভোটার তালিকায় নাম রাখার জন্য বিহারের মতোই ১১টি নথি চাইতে পারে বলে জানা যাচ্ছে। তবে যাঁদের নাম ২০০২ সালের ভোটার লিস্টে রয়েছে, তাঁদের আর নতুন করে ডকুমেন্ট দেওয়ার প্রয়োজন নেই। এখন প্রশ্ন হল, ঠিক কীভাবে ২০০২ সালের ভোটার তালিকায় নিজের নাম খুঁজবেন? সেই উত্তর জানতে পড়ুন নিবন্ধটি।
নিজের নাম দেখতে এই নিয়ম মেনে চলুন
গুগলে গিয়ে ‘2002 West Bengal Voter List’ বলে সার্চ করতে পারেন। সেখানে প্রথমেই সার্চ রেজাল্টে দেখতে পাবেন ceowestbengal.nic.in/Roll_dist সাইটটি। সেখানে ক্লিক করুন। তবে এমনটা না চাইলে সরাসরি সাইটের নামটি লিখে এন্টার প্রেস করুন। তাতে সরাসরি সাইটটি খুলে যাবে।
এই সাইটে প্রবেশ করার পরই পশ্চিমঙ্গের একাধিক জেলার নাম দেখতে পাবেন। সেখানে দেখতে পাবেন ২০০২ সালের ভোটার তালিকা। সেই তালিকা থেকেই নিজের নাম খুঁজে নিতে হবে।
এক্ষেত্রে সবার প্রথমে নিজের জেলায় ক্লিক করুন। তারপর দেখতে পাবেন বিধানসভা কেন্দ্রগুলি। এরপর আবার নিজের বুথ (যেই স্কলে গিয়ে ভোট দিয়েছেন) খুঁজতে হবে। সেই বুথ খুঁজে ক্লিক করুন। তাহলেই আপনার সামনে খুলে যাবে ২০০২ সালের ভোটার লিস্ট। সেখানে নিজের নামটা খুঁজে নিন। ব্যাস, হয়ে যাবে সমস্যার সমাধান। আপনার নাম ভোটার লিস্টে থাকবে।
না থাকলে কী হবে?
এই লিস্টে নাম না থাকলে ১১টি নথির প্রয়োজন পড়তে পারে। যেমন-
- কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার বা রাষ্ট্রায়ত্ত সংস্থার কোনও পরিচয় পত্র। এছাড়া অবসরপ্রাপ্তরা পেনশন পেমেন্ট অর্ডার দেখাতে পারেন ৷
- ০১.০৭.১৯৮৭ আগের সরকার, স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাঙ্ক, পোস্ট অফিস, ভারতীয় জীবন বিমা নিগম, রাষ্ট্রায়ত্ত সংস্থার থেকে দেওয়া যে কোনও পরিচয়পত্র, শংসাপত্র বা নথি ৷
- উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্মের শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট ৷
- পাসপোর্টও দেখাতে পারেন ৷
- স্বীকৃত পর্ষদ, বিশ্ববিদ্যালয়ের দেওয়া ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট বা শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র ৷
- রাজ্যের দেওয়া স্থায়ী বাসস্থানের শংসাপত্র৷
- বনভূমি অধিকার শংসাপত্র ৷
- উপযুক্ত কর্তৃপক্ষের তরফে দেওয়া অনগ্রসর সম্প্রদায়, তফসিলি জাতি, তফসিলি উপজাতি বা অন্য কোনও জাতিগত শংসাপত্র ৷
- জাতীয় নাগরিক পঞ্জি (NRC) -এর নথি৷
- রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি করা ফ্যামিলি রেজিস্টারের তথ্য৷
- সরকারের তরফে কোনও জমি, বাড়ি বরাদ্দের শংসাপত্র বা দলিল ৷