Train Chord Line: বর্ধমান কর্ড লাইনে বড় ফাটল, অল্পের জন্য রক্ষা পেল গুয়াহাটিগামী এক্সপ্রেস

রেল লাইনের মাঝে বড় ফাটল। বড়সড় দুর্ঘটনা এড়াল বেঙ্গালুরু-গুয়াহাটি এক্সপ্রেস। শুক্রবার সকালে হুগলির বেলমুড়ি স্টেশনের কাছে ফাটল দেখা যায়। স্থানীয় বাসিন্দারা লাইনে ফাটল লক্ষ্য করে। গুয়াহাটিগামী ট্রেনটির ওই লাইনে আসার কথা ছিল। ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরা। হাওড়া-বর্ধমান কর্ড শাখায় আপ লাইনে ব্যাহত হয় ট্রেন চলাচল।

Advertisement
বর্ধমান কর্ড লাইনে বড় ফাটল, অল্পের জন্য রক্ষা পেল গুয়াহাটিগামী এক্সপ্রেস বর্ধমান কর্ড লাইনে বড় ফাটল

Howrah Bardhaman chord line train service disrupted: রেল লাইনের মাঝে বড় ফাটল। বড়সড় দুর্ঘটনা এড়াল বেঙ্গালুরু-গুয়াহাটি এক্সপ্রেস। শুক্রবার সকালে হুগলির বেলমুড়ি স্টেশনের কাছে ফাটল দেখা যায়। স্থানীয় বাসিন্দারা লাইনে ফাটল লক্ষ্য করে। গুয়াহাটিগামী ট্রেনটির ওই লাইনে আসার কথা ছিল। ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরা। হাওড়া-বর্ধমান কর্ড শাখায় আপ লাইনে ব্যাহত হয় ট্রেন চলাচল।

ট্রেনের ফাটল দেখতে পেয়ে স্থানীয়েরা গেটম্যানকে জানান। এরপর দাঁড় করিয়ে দেওয়া হয় ১২৫০৯ আপ এসএমভিটি গুয়াহাটি এক্সপ্রেস। যাত্রী সহ বেশ কিছুক্ষণ লাইনেই দাঁড়িয়ে ছিল ট্রেনটি। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। 

রেল আধিকারিকেরা এসে তড়িঘড়ি লাইন মেরামত করার কাজ শুরু হয়। তৎপরতার সঙ্গে লাইন মেরামত করা হয়। আধঘণ্টা পর পুনরায় ট্রেন চালু করা হয়। গেটম্যান রেড সিগনাল দিয়ে ট্রেন দাঁড় করিয়ে দেয়।

পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত জানান, তাপমাত্রার ওঠানামার জন্য মাঝেমধ্যে লাইনে এমন ফাটল দেখা যায়। তিনি জানা, "বেলমুড়িতে ৪০ নম্বর গেটের কাছে ফাটল চোখে পড়ে। সঙ্গে সঙ্গে মেরামত করে দেওয়া হয়েছে। ট্রেন চলাচলও স্বাভাবিক হয়ে গিয়েছে।" আধ ঘণ্টা পর স্বাভাবিক হয় ট্রেন পরিষেবা।

POST A COMMENT
Advertisement