scorecardresearch
 

Train Cancelled In Howrah Chord Line : টানা কয়েকদিন হাওড়া শাখায় বাতিল প্রচুর লোকাল ট্রেন, রইল তালিকা

আগামী ১১ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত এই নিময় লাগু থাকবে। এই সময়ের মধ্যে বাতিল করা হয়েছে ৩৬০৮১, ৩৬০৮৫, ৩৬০৮৩ এবং ৩৬০৮৮ হাওড়া-মশাগ্রাম লোকাল, ৩৬০১১ হাওড়া-বারুইপাড়া লোকাল, ৩২৪১১ ও ৩২৪১৩ শিয়ালদা-বারুইপাড়া লোকাল ও ৩৬০৮২, ৩৬০৮৪, ৩৬০৮৬ ও ৩৬০৮৮ মশাগ্রাম-হাওড়া লোকাল। একই ভাবে বাতিল করা হয়েছে ৩৬০১২ বারুইপাড়া-হাওড়া লোকাল, ৩২৪১২ ও ৩২৪১৪ বারুইপাড়া-শিয়ালদা লোকাল এবং ৩৬০৭২ গুড়াপ-হাওড়া লোকাল। তবে রবিবার অবশ্য এই ট্রেনগুলি নির্ধারিত সূচি মেনেই চলবে।

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • হাওড়া কর্ড লাইনে বেশকিছু ট্রেন বাতিল
  • ঘুর পথে চলবে কয়েকটি দূরপাল্লার ট্রেনও
  • বিস্তারিত জেনে নিন

শিয়ালদার পাশাপাশি এবার হাওড়া শাখাতেও বাতিল প্রচুর ট্রেন। হাওড়া-বর্ধমান কর্ড শাখায় (Train Cancelled In Howrah Chord Line) বারুইপাড়া এবং চন্দনপুর স্টেশনের মধ্যে চতুর্থ লাইনে কাজ চলার জন্য বাতিল থাকবে বেশকিছু লোকাল ট্রেন। দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনগুলিকেও ব্যান্ডেল স্টেশন দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। শুধু তা-ই নয়, তিনটি দূরপাল্লার ট্রেনকে কিছু সময়ের জন্য দাঁড় করানোও হবে বলে জানা যাচ্ছে। পূর্ব রেলের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে।

আগামী ১১ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত এই নিময় লাগু থাকবে। এই সময়ের মধ্যে বাতিল করা হয়েছে ৩৬০৮১, ৩৬০৮৫, ৩৬০৮৩ এবং ৩৬০৮৮ হাওড়া-মশাগ্রাম লোকাল, ৩৬০১১ হাওড়া-বারুইপাড়া লোকাল, ৩২৪১১ ও ৩২৪১৩ শিয়ালদা-বারুইপাড়া লোকাল ও ৩৬০৮২, ৩৬০৮৪, ৩৬০৮৬ ও ৩৬০৮৮ মশাগ্রাম-হাওড়া লোকাল। একই ভাবে বাতিল করা হয়েছে ৩৬০১২ বারুইপাড়া-হাওড়া লোকাল, ৩২৪১২ ও ৩২৪১৪ বারুইপাড়া-শিয়ালদা লোকাল এবং ৩৬০৭২ গুড়াপ-হাওড়া লোকাল। তবে রবিবার অবশ্য এই ট্রেনগুলি নির্ধারিত সূচি মেনেই চলবে।

ঘুর পথে যাতায়াত করবে কয়েকটি দূরপাল্লার ট্রেনও। ৮, ৯, ১২, ১৩ এবং ১৬ নভেম্বর ডাউন দেরাদুন-হাওড়া কুম্ভ এক্সপ্রেস ব্যান্ডেল হয়ে চলাচল করবে। পাশাপাশি ১১ নভেম্বর ডাউন দেরাদুন-হাওড়া উপাসনা এক্সপ্রেস, ৯ এবং ১৬ নভেম্বর ডাউন মুজফ্ফরনগর-হাওড়া জনসাধারণ এক্সপ্রেস, ১২ নভেম্বর ডাউন দ্বারভাঙা-হাওড়া সাপ্তাহিক এক্সপ্রেসের গতিপথও বদলে ব্যান্ডেল দিয়ে করা হয়েছে। তাছাড়া ১৬ নভেম্বর ডাউন কোচবিহার-শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেসও ব্যান্ডেল দিয়েই যাবে।

প্রসঙ্গত, শনিবারের পর আজ রবিবারও শিয়ালদা মেইন শাখায় বাতিল (Train Cancelled In Sealdah Main Line) করা হয়েছে বেশকিছু ট্রেন। থার্ড লাইনে এদিন বাতিল করা হয়েছে শিয়ালদা-কৃষ্ণনগর লোকাল (৩টি আপ ও ৩টি ডাউন), শিয়ালদা-গেদে লোকাল (২টি আপ ও ২ ডাউন), শিয়ালদা-শান্তিপুর লোকাল (৩টি আপ ও ৩টি ডাউন), শিয়ালদা-রানাঘাট লোকাল (৩টি আপ ও ৩টি ডাউন), রানাঘাট-নৈহাটি লোকাল, শিয়ালদা-কল্যাণী সীমান্ত লোকাল (২টি আপ ও ২টি ডাউন), নৈহাটি-কল্যাণী সীমান্ত (আপ) এবং শিয়ালদা-নৈহাটি লোকাল (ডাউন)। 

Advertisement

আরও পড়ুন - সোমে এই ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা, তারপরেই কি জাঁকিয়ে শীত?

 

Advertisement