scorecardresearch
 

Howrah Ram Navami: রাম নবমী ঘিরে হাওড়া সহ একাধিক জায়গায় হিংসা, মৃত ১, ধৃত ৩৬

হাওড়ার শিবপুরে রাম নবমীর মিছিল হচ্ছিল। শোভাযাত্রা এগোতে শুরু হয় অশান্তি। ঘটনাস্থল থেকে এসেছে একের পর এক ভিডিও। তাতে দেখা গিয়েছে, একাধিক গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। পাথর ছোড়ার অভিযোগও উঠেছে।

Advertisement
রাম নবমীর শোভাযাত্রায় ঝামেলা হাওড়ায়। রাম নবমীর শোভাযাত্রায় ঝামেলা হাওড়ায়।
হাইলাইটস
  • হাওড়ায় রাম নবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে অশান্তি।
  • একের পর এক গাড়িতে আগুন।

রাম নবমীর শোভাযাত্রাকে কেন্দ্রকে অশান্তি রাজ্যে রাজ্য়ে। বিভিন্ন জায়গায় শোভাযাত্রার উপরে পাথর ছোড়ার খবর মিলেছে। গুজরাতের ভাদোদরায় শোভাযাত্রায় দু'বার পাথর ছোড়া হয়েছে বলে অভিযোগ। হাওড়ায় রাম নবমীর শোভাযাত্রায় হামলার অভিযোগ উঠেছে। আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বহু গাড়িতে। লখনউয়ে শোভাযাত্রায় বিতণ্ডাও হয়। গোটা ঘটনায় বিজেপির ইন্ধন রয়েছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে কেন অনুমোদিত রুট ছাড়া শোভাযাত্রা অন্য এলাকা দিয়ে গেল, তা নিয়ে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন। তাঁর সাফ কথা,'আমি দাঙ্গাকারীদের প্রশ্রয় দিই না। দেশের শত্রু মনে করি। এখানে কতগুলো হনুদাস মিলে... হাওড়া প্রথম থেকেই ওদের টার্গেট ছিল। আর একটা করে পার্কসার্কাস এলাকা, আর চোপড়ায়।' রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পাল্টা দাবি করেছেন, 'উনিই অশান্তির কারণ।'

হাওড়ার শিবপুরে রাম নবমীর মিছিল হচ্ছিল। শোভাযাত্রা এগোতে শুরু হয় অশান্তি। ঘটনাস্থল থেকে এসেছে একের পর এক ভিডিও। তাতে দেখা গিয়েছে, একাধিক গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। পাথর ছোড়ার অভিযোগও উঠেছে। এদিকে, রাম নবমীর মিছিলকে কেন্দ্র করে ঝামেলা হয়েছে ডালখোলায়। একজনের মৃত্যুর খবর মিলেছে। আহত একাধিক। জখমদের মধ্যে রয়েছেন ইসলামপুরের পুলিশ সুপার বিশপ সরকার। জানা গিয়েছে, বিকেলে রাম নবমীর মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষ হয় দুপক্ষের। মারা গিয়েছেন এক যুবক। আহত ৫-৬ পুলিশ কর্মী। পুলিশের বক্তব্য, হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে ওই যুবকের। 

গোটা ঘটনায় গেরুয়া শিবিরের দিকে আঙুল তুলেছেন মমতা। তাঁর কথায়,'বারবার একই চেষ্টা। আজকেও হাওড়ায় দাঙ্গা করেছে। আমি বারবার বলেছি, রাম নবমীর মিছিল আটকাব না। আপনারা যান, শান্তিপূর্ণভাবে করুন। আমাদের পার্টিকেও বলেছি। পুলিশকে ডায়রেক্ট নির্দেশ দেওয়া ছিল, একদিকে যেমন অন্নপূর্ণা চলছে, অন্যদিকে মুসলিমদের রমজান মাসের রোজা চলছে। বারবার বারণ করেছিলাম। আমি তো ওদের বন্ধ করিনি। বাইরে থেকে ভাড়া করে গুন্ডা দিয়ে আগুন লাগিয়ে দাও, দাঙ্গা লাগিয়ে দাও।'

Advertisement

অনুমোদিত রুট পরিবর্তন করা হয়েছে বলেও দাবি মমতার। তাঁর কথায়,'তোমাকে মিছিল করতে কেউ বাধা দেয়নি। তোমায় তলোয়ার, বুলডোজার নিয়ে মিছিল করার অধিকার কে দিয়েছে? ওরা বুলডোজার ব্যবহার করেছে। জবাব তোমায় দেব। তোমার রুট পরিবর্তন করলে কেন? তুমি আন-অথোরাইজড রুটে গিয়েছ। ইচ্ছা করে একটি কমিউনিটিকে ধাক্কা দেওয়ার জন্য, হামলা করার জন্য। হামলা করে কেউ ভাবো মামলা করে রেহাই পাবে! হামলাই করো, মামলাই করো, জনতার আদালতে টিকবে না ফন্দি।'  


 

হাওড়ায় সংঘর্ষ
হাওড়ায় সংঘর্ষ

পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মমতা বলেন,'আমি পরিষ্কার বলছি, আজকের ঘটনায় যারা ঢুকতে দিয়েছে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেব। পুলিশকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল, অনুমোদন ছাড়া কোনও রুটে মিছিল হবে না। তা সত্ত্বেও যারা মিছিল করে ব্যবস্থা নেওয়া হবে। আমি দাঙ্গাকারীদের প্রশ্রয় দিই না। দেশের শত্রু মনে করি।'  

হাওড়ায় সংঘর্ষ
হাওড়ায় সংঘর্ষ

আরও পড়ুন- গাড়ি-কাণ্ডে নয়া মোড়, শতরূপকে আইনি নোটিস কুণালের

গুজরাতের ভাদোদরার ফতেপুরার একটি শোভাযাত্রায় ছোড়া হয় পাথর। এরপর সন্ধ্যায় একই এলাকায় আরেকটি শোভাযাত্রা বের হয়। তখনও পাথর ছোড়া হয়েছে। পাথর ছোড়ার কিছু ভিডিওও সামনে এসেছে। সাধারণ মানুষকে প্রাণ বাঁচিয়ে পালাতেও দেখা গিয়েছে। একাধিক শিশু ও নারী ছিল। 

 

Advertisement