scorecardresearch
 

Howrah: হাওড়ায় বৃদ্ধার পচা-গলা দেহ, পাশের ঘরেই দরজা এঁটে দিন কাটাচ্ছেন মেয়ে

বাড়ির ভিতর থেকে বৃদ্ধার পচাগলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য হাওড়ার তাঁতিপাড়া এলাকায়। ৮ নম্বর তিব্বতিবাবা লেনে একটি বাড়ির ভিতর থেকে পচা দুর্গন্ধ বের হতে থাকে। পাড়ার লোকজনের রীতিমতো টেকা দায় হয়ে যায়। যে কারণে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। স্থানীয়রা খবর দেন দাদা বরুণ বন্দ্যোপাধ্যায়কে। তিনি টালিগঞ্জের বাসিন্দা। তিনি এসে ঘরের ভিতরে ঢুকে দেখেন তাঁর  দিদি মিনতি মুখোপাধ্যায় (৭০) পচাগলা দেহ মেঝেতে পড়ে আছে। 

Advertisement
হাওড়ায় উদ্ধার বৃদ্ধার পচাগলা দেহ হাওড়ায় উদ্ধার বৃদ্ধার পচাগলা দেহ

বাড়ির ভিতর থেকে বৃদ্ধার পচাগলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য হাওড়ার তাঁতিপাড়া এলাকায়। ৮ নম্বর তিব্বতিবাবা লেনে একটি বাড়ির ভিতর থেকে পচা দুর্গন্ধ বের হতে থাকে। পাড়ার লোকজনের রীতিমতো টেকা দায় হয়ে যায়। যে কারণে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। স্থানীয়রা খবর দেন দাদা বরুণ বন্দ্যোপাধ্যায়কে। তিনি টালিগঞ্জের বাসিন্দা। তিনি এসে ঘরের ভিতরে ঢুকে দেখেন তাঁর  দিদি মিনতি মুখোপাধ্যায় (৭০) পচাগলা দেহ মেঝেতে পড়ে আছে। 

ঘরের ভিতরে বিস্তীর্ণ জায়গা জুড়ে পড়ে আছে রক্ত। তাঁর বছর ৪৫ এর ভাগ্নি কাকলি মুখোপাধ্যায় অন্য একটি ঘরের ভিতরে দরজা বন্ধ করে থাকতে দেখেন মামা বরুণ। মামা বরুণ বন্দ্যোপাধ্যায়ের দাবি তাঁর ভাগ্নি মানসিক ভারসাম্যহীন। 

দাদা বরুণ জানান, "আমি টালিগঞ্জে থাকি। আমার দিদি হন। ওঁর বয়স ৭০-এর কাছাকাছি। আমি প্রতিবারই আসি, ওদের খাবারের বন্দোবস্ত করি। আমি ওকে বলেছিলাম যখন অসুবিধা দয় জানাতে। ওদের প্রতিবেশি আজ জানায় চলে আসতে। এসে দেখি বডি মেঝেতে পড়ে আছে। রক্তের রস পড়ে। ওঁর মেয়ে আমার ভাগ্নি এখানেই থাকতেন বয়স ৪৫, মানসিক রোগী।"

আরও পড়ুন

খবর দিলে ঘটনাস্থলে পৌঁছয় চ্যাটার্জি হাট থানার পুলিশ। পুলিশ গিয়ে খতিয়ে দেখে বিষয়টি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান  দেহটি বেশ কয়দিন আগে থেকে সেখানে পরে রয়েছে। 

এদিকে মৃতার মেয়েকে পুলিশ ডাকাডাকি করলেও তিনি কোনও সহযোগিতা করছেন না বলে দাবি পুলিশের। দেহটি উদ্ধার করে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা রুজু করতে চলেছে।

TAGS:
Advertisement