scorecardresearch
 

HS Exam Routine: উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর সময় বদল, দ্বিতীয় সেমিস্টার নিয়ে বড় আপডেট

উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়সূচিতে বদল আনা হল। উচ্চমাধ্যমিকের সঙ্গেই আগামী বছর সেমিস্টার ২-এর পরীক্ষা নেওয়া হবে। একাদশ শ্রেণির পড়ুয়ারা সেমিস্টার ২ পরীক্ষায় বসবে। সেই পরীক্ষার সময়সূচিতে বদল আনা হল। 

Advertisement
প্রতীকী চিত্র। প্রতীকী চিত্র।
হাইলাইটস
  • উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়সূচিতে বদল আনা হল।
  • উচ্চমাধ্যমিকের সঙ্গেই আগামী বছর সেমেস্টার ২-এর পরীক্ষা নেওয়া হবে।
  • একাদশ শ্রেণির পড়ুয়ারা সেমিস্টার ২ পরীক্ষায় বসবে।

উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়সূচিতে বদল আনা হল। উচ্চমাধ্যমিকের সঙ্গেই আগামী বছর সেমিস্টার ২-এর পরীক্ষা নেওয়া হবে। একাদশ শ্রেণির পড়ুয়ারা সেমিস্টার ২ পরীক্ষায় বসবে। সেই পরীক্ষার সময়সূচিতে বদল আনা হল।

আগামী বছরের ২৩ মার্চ থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। একইসঙ্গে চলবে সেমিস্টার ২ পরীক্ষা। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, সেমিস্টার ২-এর পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল দুপুর ৩টে থেকে। সেই সময় বদলানো হল। দুপুর ৩টের পরিবর্তে দুপুর ২টো থেকে শুরু হবে পরীক্ষা। চলবে বিকেল ৪টে পর্যন্ত। 

প্রথমার্ধে হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। শুরু হবে সকাল ১০টা থেকে। চলবে দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত। দ্বিতীয়ার্ধে হবে সেমিস্টার ২-এর পরীক্ষা। 

আরও পড়ুন

সংসদের তরফে আরও জানানো হয়েছে, গান ও ভিজুয়াল আর্টের পরীক্ষা নেওয়া হবে দুপুর ২টো থেকে ৩টে ১৫ মিনিট পর্যন্ত। 

প্রসঙ্গত, উচ্চমাধ্যমিকে বেশ কিছু বদল আনা হয়েছে। পরিবর্তিত পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে। একাদশ শ্রেণিতে ২টি সেমিস্টার এবং দ্বাদশ শ্রেণিতে ২টি সেমেস্টার হবে। ২ বছরে মোট ৪ বার পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষাগুলিতে যা নম্বর পাবে পরীক্ষার্থীরা, তা যোগ করে চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। 

জানা গিয়েছে, প্রথম সেমিস্টারের পরীক্ষা এমসিকিউ ভিত্তিক হবে। ওএমআর-এ পরীক্ষা নেওয়া হবে। দ্বিতীয় সেমিস্টারে সংক্ষিপ্ত উত্তরধর্মী ও বর্ণনামূলক প্রশ্নের ভিত্তিতে পরীক্ষা নেওয়া হবে। 

অন্য দিকে, ৩০ নভেম্বরের মধ্যে উচ্চমাধ্যমিকের টেস্ট পরীক্ষা শেষ করতে প্রতিটি স্কুলকে চিঠি দিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষা ঘিরে নিরাপত্তা জোরদার করা হবে। নকল ঠেকাতেও তৎপর সংসদ। 

Advertisement