Humayun Kabir: কিউআর কোড নকল করে বাবরি মসজিদের নামে টাকা লুট, বিস্ফোরক অভিযোগ হুমায়ুনের

মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণ করছেন হুমায়ুন কবীর। আর সেই মসজিদ নির্মাণের জন্য টাকা অনুদান দিচ্ছেন প্রচুর সংখ্যক মানুষ। নগদের পাশাপাশি অনলাইনেও জমা পড়ছে দানের টাকা। তাতে জালিয়াতির অভিযোগ তুললেন হুমায়ুন কবীর। ঠিক কী অভিযোগ তাঁর?

Advertisement
কিউআর কোড নকল করে বাবরি মসজিদের নামে টাকা লুট, বিস্ফোরক অভিযোগ হুমায়ুনের
হাইলাইটস
  • বাবরি মসজিদ নির্মাণ করছেন হুমায়ুন কবীর
  • নগদের পাশাপাশি অনলাইনেও জমা পড়ছে দানের টাকা
  • তাতে জালিয়াতি হচ্ছে কিউআর কোড নিয়ে?

মুর্শিদাবাদে বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। মসজিদ গড়ার উদ্যোগ নিয়েছেন হুমায়ুন কবীর। ইতিমধ্যেই প্রচুর অনুদান আসতে শুরু করেছে। টাকা গোনার ভিডিও প্রকাশ্যে এসেছে। তবে এরই মাঝে বড় খবর। বিস্ফোরক অভিযোগ  হুমায়ুন কবীরের। বাবরি মসজিদ নির্মাণে অনুদানের জন্য যে কিউআর কোড রয়েছে, তাতে জালিয়াতির অভিযোগ তুললেন হুমায়ুন কবীরের ওয়েস্টবেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অব ইন্ডিয়া। ঘটনায় সাইবার ক্রাইমের দ্বারস্থ ইসলামিক ফাউন্ডেশনের সহকোষাধ্যক্ষ আমিনুল শেখ।

গত ৬ ডিসেম্বর বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের দিন ১১টি দানবাক্স রাখা হয়েছিল। এছাড়া অনলাইনে অনুদানের জন্য কিউআর কোডও চালু করে ইসলামিক ফাউন্ডেশন। জানা যাচ্ছে, বহরমপুর সাইবার ক্রাইম থানায় অজ্ঞাতপরিচয় তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ অভিযোগ পাওয়ার পর ভারতীয় ন্যায় সংহিতার ৩৩৬(৩), ৩৩৮ এবং ৬১(২) ধারায় মামলা করে তদন্ত শুরু করেছে। ইসলামিক ফাউন্ডেশনের অভিযোগ, তাদের ট্রাস্টের তথ্য ডুপ্লিকেট করে নকল কিউআর কোড তৈরি করেছে ওই তিন ব্য়ক্তি। আর সেই কিউআর কোডের মাধ্যমেই চলছে জালিয়াতি।


কিউআর কোড জালিয়াতির ঘটনায় রেজিনগরের তৃণমূল বিধায়ক রবিউল আলম চৌধুরীর বিরুদ্ধে সরব হয়েছেন হুমায়ুন। তিনি বলেন, সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেছি। আমি তো জানতে পেরেছি, কারা করেছেন। রবিউল আলম চৌধুরীর লোক করেছেন। পুলিশ ব্যবস্থা নিলে ভাল, না হলে আমার ব্যবস্থা নেওয়ার ক্ষমতা রয়েছে। ঠিক ব্যবস্থা নেব। যে ব্যাঙ্কে টাকা গিয়েছে, সেই ব্যাঙ্ককেও আমি ছাড়ব না।

রিপোর্টার: সব্যসাচী ব্যানার্জি

 

POST A COMMENT
Advertisement