North Bengal Train cancel: পুজোর মুখে উত্তরবঙ্গে যাওয়ার শতাধিক ট্রেন বাতিল, কতদিন চলবে না?

শারদোৎসবের মুখে প্রবল ভোগান্তির আশঙ্কায় যাত্রীরা। ছুটির মরসুমে যখন বাঙালি পাহাড়, সমুদ্র কিংবা দেশের বাড়ির পথে ছুটতে চান, তখনই একসঙ্গে শতাধিক ট্রেন বাতিল ও সময়সূচির রদবদল ঘোষণা করল রেল। 

Advertisement
পুজোর মুখে উত্তরবঙ্গে যাওয়ার শতাধিক ট্রেন বাতিল, কতদিন চলবে না?
হাইলাইটস
  • শারদোৎসবের মুখে প্রবল ভোগান্তির আশঙ্কায় যাত্রীরা।
  • ছুটির মরসুমে যখন বাঙালি পাহাড়, সমুদ্র কিংবা দেশের বাড়ির পথে ছুটতে চান, তখনই একসঙ্গে শতাধিক ট্রেন বাতিল ও সময়সূচির রদবদল ঘোষণা করল রেল। 

শারদোৎসবের মুখে প্রবল ভোগান্তির আশঙ্কায় যাত্রীরা। ছুটির মরসুমে যখন বাঙালি পাহাড়, সমুদ্র কিংবা দেশের বাড়ির পথে ছুটতে চান, তখনই একসঙ্গে শতাধিক ট্রেন বাতিল ও সময়সূচির রদবদল ঘোষণা করল রেল। 

পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, মালদা টাউন স্টেশনে প্রি-নন ইন্টারলকিং ও নন-ইন্টারলকিং কাজ শুরু হয়েছে, চলবে ২ সেপ্টেম্বর পর্যন্ত। তার জেরেই ৩০ অগাস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত ১১৪টি ট্রেন বাতিল করা হয়েছে। এর মধ্যে কাঞ্চনকন্যা, কাঞ্চনজঙ্ঘা, শতাব্দী, হাটেবাজার এক্সপ্রেসের মতো জনপ্রিয় ট্রেনও রয়েছে। এছাড়া একাধিক ট্রেন ঘুরপথে চালানো হবে, কিছু ট্রেন মাঝপথেই থেমে যাবে এবং বহু ট্রেনের সময়সূচি বদল করা হয়েছে।

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ইন্টারলকিংয়ের উন্নত কাজ ও নতুন সিগন্যালিং ব্যবস্থা বসানোর জন্যই এই সিদ্ধান্ত। এর ফলে দীর্ঘমেয়াদে যাত্রীদের যাত্রা আরও নিরাপদ ও সহজ হবে। তবে বর্তমানে যারা উত্তরবঙ্গে ভ্রমণের পরিকল্পনা করেছেন, তাঁদের সমস্যায় পড়তে হচ্ছে।

শুধু উত্তরবঙ্গই নয়, দক্ষিণ-পূর্ব রেলের বিলাসপুর ডিভিশনেও বাতিল হয়েছে একাধিক ট্রেন। রেল জানিয়েছে, ২৪টি ট্রেন বাতিলের পাশাপাশি অনেকগুলো ট্রেনকে ঘুরপথে চালানো হবে। আবার দুটি ট্রেনের রুটও সীমিত করা হয়েছে। এর ফলে খড়্গপুর ডিভিশন অঞ্চলের যাত্রীরাও সমস্যায় পড়বেন। টাটানগর-বিলাসপুর, সাঁতরাগাছি-পুনে, উদয়পুর সিটি-শালিমার, মালদা টাউন-সুরাত, এমনই বেশ কিছু দূরপাল্লার ট্রেন বাতিল বা পরিবর্তিত সময়সূচি নিয়ে চলবে।

রেল কর্তৃপক্ষের দাবি, এই কাজ শেষ হলে যাত্রীরা দীর্ঘমেয়াদে আরও উন্নত পরিষেবা পাবেন। তবে আপাতত শারদযাত্রায় ভ্রমণপিপাসু মানুষকে ‘অতিরিক্ত পরিকল্পনা’ নিয়েই যাত্রার প্রস্তুতি নিতে হবে।

 

POST A COMMENT
Advertisement