রাজ্যের সব সিভিক ভলান্টিয়ারদের পুজো বোনাস একই, বিতর্কের মধ্যেই ঘোষণা মমতার

Civic Volunteer West Bengal: কলকাতা পুলিশের (Kolkata Police) সিভিক ভলান্টিয়ারদের ৫ হাজার ৩০০ টাকা করে পুজোর বোনাস দেওয়া হয়েছে। অন্যদিকে, রাজ্য পুলিশ অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশের (West Bengal Police) সিভিক ভলান্টিয়ারদের পুজোর বোনাসের পরিমাণ মাত্র ২ হাজার টাকা।

Advertisement
রাজ্যের সব সিভিক ভলান্টিয়ারদের পুজো বোনাস একই, বিতর্কের মধ্যেই ঘোষণা মমতারমমতা বন্দ্যোপাধ্যায়

দুর্গাপুজোয় রাজ্যের সিভিক ভলান্টিয়ারদের (Civic Volunteer) বোনাসের অঙ্ক নিয়ে রাজনৈতিক তর্জার মাঝেই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ অর্থাত্‍ শুক্রবার X হ্যান্ডেলে মমতা জানালেন, পশ্চিমবঙ্গের সব সিভিক ভলান্টিয়ারকেই দুর্গাপুজোয় ৫ হাজার ৩০০ টাকা করে বোনাস দেওয়া হবে।

বস্তুত, সিভিক ভলান্টিয়াদের পুজো বোনাসের দ্বিচারিতার অভিযোগ তোলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।  X হ্যান্ডেলে শুভেন্দু অভিযোগ করেছিলেন, কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার ও রাজ্য পুলিশের সিভিক ভলান্টিয়ারদের বোনাসে দ্বিচারিতা করছে রাজ্য সরকার। কলকাতা পুলিশের (Kolkata Police) সিভিক ভলান্টিয়ারদের ৫ হাজার ৩০০ টাকা করে পুজোর বোনাস দেওয়া হয়েছে। অন্যদিকে, রাজ্য পুলিশ অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশের (West Bengal Police) সিভিক ভলান্টিয়ারদের পুজোর বোনাসের পরিমাণ মাত্র ২ হাজার টাকা।

মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্যুইট

শুভেন্দু পোস্টে লিখেছেন, 'সিভিক ভলান্টিয়ারদের দেওয়া পুজো বোনাসের বৈষম্য আশ্চর্যজনক! কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়াররা ৫ হাজার টাকার বেশি পুজো বোনাস পাচ্ছেন। পশ্চিমবঙ্গ পুলিশের অধীনে সিভিক ভলান্টিয়াররা পাচ্ছেন মাত্র ২ হাজার টাকা। দক্ষিণ কলকাতা থেকে প্রশাসন চালানোর এটাই নমুনা। যেখানে কলকাতার বাইরে সমগ্র পশ্চিমবঙ্গকে তারা ঝাপসা দেখে।'

শুভেন্দুর এই পোস্ট ঘিরে রাজনৈতিক তর্জার মধ্যেই সিভিক ভলান্টিয়ারদের বোনাস ইস্যুতে মুখ খুললেন মমতা। X হ্যান্ডেলে লিখলেন, 'কিছু অসৎ উদ্দেশ্যপ্রণোদিত রাজনৈতিক দল/ব্যক্তি কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশের মধ্যে বিভাজন ঘটানোর চেষ্টা করছে। আমি নিশ্চিত করছি, কলকাতা পুলিশের মতো পশ্চিমবঙ্গ পুলিশের সিভিক ভলান্টিয়াররাও ৫ হাজার ৩০০ টাকা করেই দুর্গাপুজোর বোনাস পাবেন। আমার সকল সহকর্মীকৈে দুর্গাপুজোর অনেক শুভেচ্ছা।'


POST A COMMENT
Advertisement