scorecardresearch
 

'দাঁত ভেঙে দেব,' ED হামলার পর প্রকাশ্যে শেখ শাহজাহানের 'উস্কানিমূলক' Video

প্রকাশ্য সভায় হুমকির অভিযোগ। সন্দেশখালিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের উপর হামলার ঘটনায় শেখ শাহজাহানকে কাঠগড়ায় দাঁড় করালেন বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য। শনিবার তিনি একটি ভিডিও পোস্ট করেন। তাঁর দাবি, ১ জানুয়ারির জনসভায় জনগণের উদ্দেশে উস্কানিমূলক বক্তব্য রাখেন শাহজাহান শেখ। সন্দেশখালিতে রেইডে গিয়ে ED আধিকারিকদের উপর আক্রমণের পিছনে এই উস্কানিকে দায়ী করেছেন তিনি। 

Advertisement
ছবি: টুইটার ছবি: টুইটার
হাইলাইটস
  • প্রকাশ্য সভায় হুমকির অভিযোগ। সন্দেশখালিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের উপর হামলার ঘটনায় শেখ শাহজাহানকে কাঠগড়ায় দাঁড় করালেন বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য।
  • শনিবার তিনি একটি ভিডিও পোস্ট করেন। তাঁর দাবি, ১ জানুয়ারির জনসভায় জনগণের উদ্দেশে উস্কানিমূলক বক্তব্য রাখেন শাহজাহান শেখ।
  • সন্দেশখালিতে রেইডে গিয়ে ED আধিকারিকদের উপর আক্রমণের পিছনে এই উস্কানিকে দায়ী করেছেন তিনি। 

প্রকাশ্য সভায় হুমকির অভিযোগ। সন্দেশখালিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের উপর হামলার ঘটনায় শেখ শাহজাহানকে কাঠগড়ায় দাঁড় করালেন বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য। শনিবার তিনি একটি ভিডিও পোস্ট করেন। তাঁর দাবি, ১ জানুয়ারির জনসভায় জনগণের উদ্দেশে উস্কানিমূলক বক্তব্য রাখেন শাহজাহান শেখ। সন্দেশখালিতে রেইডে গিয়ে ED আধিকারিকদের উপর আক্রমণের পিছনে এই উস্কানিকে দায়ী করেছেন তিনি। 

ভিডিওতে শাহজাহান বলেন, 'জনগণের ভালবাসা আমাদের মূলধন। আর ওদের মূলধন ED/CBI। সিবিআই আর ইডি বাদে শাহজাহানের চুল ছিঁড়ে দেখা, বিজেপির দালালের কান খুলে তুলে নে। শুধু আমরা মানবতা দেখাই, আমরা সন্দেশখালির মানুষ চ্যালেঞ্জ করে বলছি, আমরা সবসময়ে শান্তি চাই।'

তিনি আরও বলেন, 'এই দালাল, বিশ্বাসঘাতকের কথা শুনলে আমাদের আর কোনও উপায় থাকবে না। আমরা দাঁত ভেঙ্গে দেব। আমাকে রাগাবেন না।' এরপর শাহজাহান বলেন, 'যিনি মানুষের উন্নতির কথা বলেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের হাত শক্তিশালী করতে হবে। আমাদের অঙ্গীকার করতে হবে যে আমরা এই বিজেপি দালালদের সরিয়ে দেব। ২০২৪ সালের নির্বাচনের পরে তাদের ফাঁসি দেব।'  

এরপরেই আরও একধাপ এগিয়ে শাহজাহান বলেন, 'আমাদের সরকার এখানে.. পঞ্চায়েত, জেলা পরিষদ, সবকিছু আমাদের.. ওরা কোথাও নেই। সাহস থাকলে ইডি, সিবিআই পাঠান... আমরা চাইলে বিজেপি নেতাদের কাছে পুলিশ পাঠাতে পারি। কিন্তু আমরা তা করি না। আমরা শান্তি চাই, আমরা হিংসা ও উস্কানি চাই না। রাজনীতি শুরু করবেন না। কিন্তু আপনি যদি শুরু করে থাকেন তাহলে তার শেষটা আমরা করে দেব। আমরা যে শান্তি প্রতিষ্ঠা করেছি, তা নষ্ট করলে আমরা দাঁত ভেঙ্গে দেব। আমাদের উস্কানি দেওয়া চলবে না। আমরা কাউকে ছেড়ে দেব না।'

Advertisement

এরপরেই শাহজাহান যা বলেন, তাতেই আরও বেশি করে উস্কানির অভিযোগ উঠেছে। তিনি বলেন, 'যদি সাহস থাকে তাহলে নিরাপত্তা ছাড়াই সন্দেশ খালি এসো। শরীর থেকে তোমার চামড়া তুলে ফেলব... তোমার কাপড় ছিঁড়ে ফেলব। 

সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে মার খেয়েছেন ইডি অফিসাররা। এই ঘটনা উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন কুণাল ঘোষ। পাশাপাশি ইডির বিরুদ্ধেই ঘটনায় দায় চাপিয়েছেন তৃণমূল মুখপাত্র। ইডির উস্কানির ফলেই ওই ঘটনা। শুক্রবার সকালে উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে এই ঘটনা ঘটে।

Advertisement