আইএমডি আপডেট জানুনপশ্চিমবঙ্গে জাঁকিয়ে শীত এখনই বিদায় নিচ্ছে না। বরং কলকাতা সহ রাজ্যের প্রায় সব জেলাতে মঙ্গলবার, ১৩ জানুয়ারি স্বাভাবিকের থেকে নীচেই ছিল তাপমাত্রা। যার ফলে মোটের উপর ভালই ঠান্ডা উপভোগ করছে গোটা বাংলা।
কলকাতার তাপমাত্রা ছিল কত?
আজ কলকাতার আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস। শুধু তাই নয়, দম দমের তাপমাত্রা ছিল ১৪.২ ডিগ্রি। যদিও এই তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি বেশি।
ও দিকে আবার কলকাতার সল্টলেকের তাপমাত্রাও আজ কিছুটা বেশির দিকে ছিল। এ দিন সল্টলেকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ কলকাতা ও তার তৎসংলগ্ন জায়গায় তাপমাত্রা কিছুটা বাড়লেও শীত রয়েছে।
দক্ষিণবঙ্গের জেলায় কী পরিস্থিতি?
কলকাতার মতোই হাল দক্ষিণবঙ্গের জেলাগুলির। যেমন ধরুন আজ আসানসোল ১০.৮ ডিগ্রি, অশোকনগর ১১.৮ ডিগ্রি, বহরমপুর ১১.৪ ডিগ্রি, বাঁকুড়া ৯.৪ ডিগ্রি, বিষ্ণুপুর ৯.৪ ডিগ্রি, বর্ধমান ১১.৪ ডিগ্রি, ডায়মন্ডহারবার ১২.৫ ডিগ্রি, দিঘা ১১ ডিগ্রি, কৃষ্ণনগর ১২.৬ ডিগ্রি, মালদা ১৩ ডিগ্রি, মেদিনীপুর ১২ ডিগ্রি, মুর্শিদাবাদ ৯.৮ ডিগ্রি, পুরুলিয়া ১১.৮ ডিগ্রি, শান্তিনিকেতন ১৩.১ ডিগ্রি ও শ্রীনিকেতনে ৯.৭ ডিগ্রি ছিল সর্বনিম্ন তাপমাত্রা। অর্থাৎ এই সব স্থানে উপস্থিত মানুষ ভালই শীত উপভোগ করেছে।
উত্তরবঙ্গে কী চলছে?
বাংলার উত্তর ভাগের সমস্ত জেলাতেই জাঁকিয়ে শীত রয়েছে। আজ দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া কোচবিহার ৮.৬ ডিগ্রি, জলপাইগুড়ি ৯.৫ ডিগ্রি, কালিম্পং ১০ ডিগ্রি, মালদা ১৩ ডিগ্রি ও শিলিগুড়িতে ১২ ডিগ্রি ছিল সর্বনিম্ন তাপমাত্রা।
আগামিদিনে কি শীত উধাও হবে?
না, তেমন কোনও আশঙ্কা নেই বলেই জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। তাদের পক্ষ থেকে জানান হয়েছে, স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নীচেই থাকবে আগামী ৩ দিনের সর্বোচ্চ তাপমাত্রা। আর মকর সংক্রান্তিতে ভালমতো শীত উপভোগ করা সম্ভব হবে বলেই জানিয়ে দিয়েছে তারা।
হাওয়া অফিসের পক্ষ থেকে জানান হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। এর ফলে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের নীচেই থাকবে। অর্থাৎ ভালই শীত অনুভূত হবে।
যদিও এই কয়েকটা দিন কুয়াশার দাপটও চলবে। যার ফলে কমে যাবে দৃশ্যমানতা। বিশেষত, ভোরের দিকেই কুয়াশা থাকবে। তাই এই সময় যাঁরা বেরচ্ছেন, তাঁরা একটু সাবধানে চলাফেরা করুন।