মালদহ জেলার সুকদেবপুর এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটা তারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। কেন্দ্রীয় পূর্ত সড়ক বিভাগ এবং বিএসএফের সহযোগিতায় সীমান্তে কাঁটাতারের বেড়া তৈরি করার কাজ চলছিল। হঠাৎ এসে বাধা দেয় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (BGB)।
ঘটনার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তবে এর সত্যতা যাচাই করেনি bangla.aajtak.in। বিজিবি-র বাধার ফলে কাজ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সীমান্তের ওপারে ভিড় জমান বাংলাদেশিরা। এদিকে পাল্টা এদিকের এলাকার মানুষজনও জড়ো হতে শুরু করেন। কালিয়াচক ৩ নম্বর ব্লকের লোকজন ঘটনাস্থলে পৌঁছায়। সব মিলিয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সরকারি নির্দেশ অনুযায়ী, সীমান্তে উন্মুক্ত স্থানগুলিতে বেড়া দেওয়ার কাজ চলছিল।
প্রশাসন সূত্রে খবর, বিজিবি-র দাবি, বাংলাদেশের অংশের মধ্যে পড়ছে, এমন স্থানে কাঁটা তারের বেড়া দেওয়া হচ্ছে। তবে ভারতের তরফে আধিকারিকরা বিজিবিকে বোঝানোর চেষ্টা করেন যে, এই এলাকা ভারতীয় ভূখণ্ডেরই অংশ। আলোচনার মাধ্যমে তাঁদেরকে বোঝানো হয়। এরপরই ফের কাজ শুরু হয়েছে বলে দাবি প্রশাসনের।
"How's the Josh?"
— Suvendu Adhikari (@SuvenduWB) January 7, 2025
“High Sir”.
Tempers flared when Border Guard Bangladesh (BGB) personnels tried to intervene during the Border Fencing process at Bakhrabad Village Post; Sukdevpur on the India-Bangladesh Border in Baisnabnagar Gram Panchayat area in the Kaliachak III Block;… pic.twitter.com/EJZFs6unAF
এলাকা যেখানে গোলমাল সৃষ্টি হয়েছে তা মালদহের কালিয়াচক ৩ নম্বর ব্লকের বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত, এবং বাংলাদেশের অংশটি রাজশাহী জেলার শিবগঞ্জ থানার আওতাধীন। প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।
এই ঘটনায় রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, 'এটি দিল্লির সরকার দেখছে। বিএসএফ সেখানে রয়েছে। আমাদের এখানে কিছু বলার নেই।'
অন্যদিকে, দক্ষিণ মালদহ জেলা বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ী অভিযোগ করেছেন,
'আমরা সোশ্যাল মিডিয়ায় এবং স্থানীয়ভাবে খবর পেয়েছি। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ওই এলাকাটি নিজেদের দাবি করে বেড়া দেওয়া বন্ধ করার চেষ্টা করেছিল। তবে বিএসএফ এবং স্থানীয় বাসিন্দাদের প্রতিবাদে তারা পিছু হটেছে। বাংলাদেশের বর্তমান সরকার এবং বিজিবির অসহিষ্ণুতা ভারত-বিরোধী মনোভাব প্রকাশ করছে। এই ধরনের ঘটনা ভবিষ্যতে বড় সংঘর্ষের দিকে নিয়ে যেতে পারে।'
প্রশাসন জানিয়েছে যে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং কাঁটা তারের বেড়া দেওয়ার কাজ আবার শুরু হয়েছে। ভারত এবং বাংলাদেশ উভয় দেশই আন্তর্জাতিক চুক্তি এবং সীমান্ত সম্পর্কিত বিধি অনুসরণ করার চেষ্টা করছে, যাতে ভবিষ্যতে কোনও বড় বিপত্তি না ঘটে।
সংবাদদাতা- মিলটন পাল