Weather Update: ঝোড়ো হাওয়ার সঙ্গে দফায় দফায় বৃষ্টি ১১ জেলায়, কতদিন চলবে? 

সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি শহরে। দিনভর কলকাতা ও আশপাশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এমনকি সোমবার শহরে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গেও নামতে পারে বৃষ্টি।

Advertisement
ঝোড়ো হাওয়ার সঙ্গে দফায় দফায় বৃষ্টি ১১ জেলায়, কতদিন চলবে? দিনভর বৃষ্টির পূর্বাভাস।-ফাইল ছবি
হাইলাইটস
  • সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি শহরে।
  • দিনভর কলকাতা ও আশপাশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি শহরে। দিনভর কলকাতা ও আশপাশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এমনকি সোমবার শহরে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গেও নামতে পারে বৃষ্টি। একই ধরনের পূর্বাভাস হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদের জন্যও জারি করা হয়েছে।

সবচেয়ে বেশি চিন্তা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে, যেখানে ভারী বৃষ্টিপাত  হতে পারে বলে পূর্বাভাস। বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চল ও ঘূর্ণাবর্তের কারণে রাজ্যের বেশ কিছু এলাকায় আবহাওয়ার এই অবস্থা। একই সঙ্গে রয়েছে দুটি অক্ষরেখাও। এর প্রভাবে সমুদ্রও থাকবে উত্তাল, ঘণ্টায় ৩৫-৪৫ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। তাই মৎস্যজীবীদের ৭ জুলাই পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে রবিবার ও সোমবার ভারী বর্ষা হতে পারে। মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি থাকবে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও সেভাবে কোনও সতর্কতা নেই।

কলকাতায় রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২.৭ ডিগ্রি কম। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে সামান্য কম। সামগ্রিকভাবে সোমবারের পর থেকে বৃষ্টি কিছুটা কমবে বলে ইঙ্গিত দিচ্ছে হাওয়া অফিস।

 

POST A COMMENT
Advertisement